Advertisement
Tech

Durga Puja 2021: আইওএস থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ও কন্ট্যাক্ট স্থানান্তর করবেন? করুন এ ভাবে...

অ্যাপল ও গুগল, দুই সিস্টেমে রয়েছে বিস্তর ফারাক। মোবাইল পাল্টালে প্রাথমিক ভাবে যে সমস্যা তৈরি হয় তা হল তথ্য বা ফোন নম্বর স্থানান্তরের সময়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৩:৪৪
Share: Save:

আইওএস থেকে অ্যান্ড্রয়েড। আবার কখনও অ্যান্ড্রয়েড থেকে আইওএস৷ মোবাইল ব্যবহারকারীদের এই অদলবদল অত্যন্ত স্বাভাবিক। তবে এটাও মনে রাখতে হবে, অ্যাপল ও গুগল, দুই মোবাইল অপারেটিং সিস্টেমে রয়েছে বিস্তর ফারাক। পার্থক্য রয়েছে ব্যবহার ও কার্যকারিতার ক্ষেত্রেও। মোবাইল পাল্টালে প্রাথমিক ভাবে যে সমস্যা তৈরি হয় তা হল তথ্য বা ফোন নম্বর স্থানান্তরের সময়। এই কাজ কী ভাবে সহজেই সেরে ফেলা সম্ভব? এই কাজ তিন রকম ভাবে করা যায়— গুগল ড্রাইভ, আইক্লাউড এবং জিমেলের মাধ্যমে। পুরো বিষয়টা এক বার দেখে নেওয়া যাক।

১. আপনার আইওএস ডিভাইসে গুগল ড্রাইভ ডাউনলোড করে নিতে হবে।

২. লগ ইন করতে হবে গুগল অ্যাকাউন্ট।

৩. হ্যামবার্গার মেনু থেকে ব্যাকআপ উইজার্ড খুলতে হবে।

৪. ব্যাকআপে ট্যাপ করে কন্ট্যাক্ট, ক্যালেন্ডার ইভেন্ট, ছবি ও ভিডিয়ো দেখা যাবে।

৫. ডিভাইসের সব তথ্য স্থানান্তর করা যাবে।

জিমেলের মাধ্যমে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ও কনট্যাক্ট স্থানান্তর কী ভাবে হয় দেখে নেওয়া যাক।

১. সেটিংস অপশনে যান এবং মেল অপশনে ট্যাপ করুন।

২. পরবর্তী ধাপে অ্যাকাউন্টে ট্যাপ করুন।

৩. এ বার জিমেলে ট্যাপ করে কন্ট্যাক্ট দেখুন।

৪. খুব সহজেই কনট্যাক্ট গুগলের অ্যাকাউন্টের সঙ্গে পাঠিয়ে দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tech User Data Durga Puja 2021 Tech and Gadgets
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE