প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

দেখতেও স্টাইলিশ, কাজেও ভাল, পুজোর আগে ১০০০ টাকার মধ্যে রইল দারুণ ইয়ারফোনের সুলুকসন্ধান

পুজোর আগে নতুন জামা, জুতোর সঙ্গে অনেকে ঘরে আনেন নতুন ইলেকট্রনিক সামগ্রী। অনেকেই কেনেন নতুন মোবাইল। তবে এর সঙ্গে চাই উপযুক্ত ইয়ারফোন।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৫
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

দাম দিয়ে ঘোড়া কিনব, অথচ চাবুক কিনতে গিয়েই কার্পণ্য! ইয়ারফোন কেনার ক্ষেত্রে কিছু ক্রেতার দর্শন খানিকটা এমনই। মোবাইল কেনার জন্য লক্ষ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতেও রাজি থাকেন অনেকে। তবে হেডফোন কিনতে গিয়ে খুঁজে বেড়ান সবচেয়ে সস্তার বিকল্প।

পুজোর আগে নতুন জামা, জুতোর সঙ্গে অনেকে ঘরে আনেন নতুন ইলেকট্রনিক সামগ্রী। অনেকেই কেনেন নতুন মোবাইল। তবে এর সঙ্গে চাই উপযুক্ত ইয়ারফোন। এ ক্ষেত্রে কার্পণ্য না করাই বুদ্ধিমানের কাজ।

ভাল ইয়ারফোন শরীর-স্বাস্থ্যের কথা মাথায় রেখেও কেনা দরকার। একই সঙ্গে এটি দীর্ঘদিন স্থায়ী হয় এবং আওয়াজও শ্রুতিমধুর। কাজেই ইয়ারফোন যখন কিনছেন, একটু দাম দিয়েই কিনুন। ১০০০ টাকার মধ্যে ভাল কিছু ইয়ারফোনের হদিস রইল এই প্রতিবেদনে।

স্কালক্যান্ডি আইএনডি

১০০০ টাকার মধ্যে এই মডেল দেখতেও যেমন আধুনিক, তেমনই জনপ্রিয়।

স্যানাইজ়ার সিএক্স ১৮০

বেশ পুরনো মডেল হলেও এখনও বেজায় কদর। উন্নত মানের এই ইয়ারফোনের শ্রবণযন্ত্রও খুব উচ্চ মানের।

জেবিএলসি১৫০এসওয়ান

৮০০-৯০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ইয়ারফোনটি। হালকা হলেও বেশ শক্তপোক্ত। দেখতেও কেতাদুরস্ত।

সোনি এমডিআর

কম দামের মধ্যে এই মডেলটি দারুণ। ব্যবহার করে নিরাশ হবেন না। দেখতে আধুনিক, ব্যবহারেও আরাম।

বোট বেসহেডস ১০০

ইয়ারফোনের বাজারে ‘বোট’-এর ভালই জনপ্রিয়তা আছে। বোট বেসহেডস ১০০ মডেলটি ছিমছামের মধ্যে ভালই কার্যকর।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Pocket Friendly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy