শারদোৎসবের ঢাকে কাঠি পড়তে আর খুব বেশি দেরি নেই। শহর জুড়ে খুশির মেজাজ, কেনাকাটার ধুম। আর এই সময়ে নতুন জামাকাপড়ের মতোই নতুন স্মার্টফোন কেনার প্রতিও একটা টান থাকে। সেপ্টেম্বরের এই আগমনী মাসে প্রযুক্তি দুনিয়া একেবারে সরগরম। তিনটে বড় কোম্পানি নিজেদের নতুন মডেল বাজারে আনতে চলেছে, একে অপরের সঙ্গে পাল্লা দিতে।
শুরুটা হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে। সেপ্টেম্বরের ৯ তারিখ ‘অও ড্রপিং’ নাম দিয়ে এক দারুণ ইভেন্ট-এর আয়োজন করেছে ‘অ্যাপ্ল’। স্টিভ জবস থিয়েটারে তারা নিয়ে আসছে নতুন ‘আইফোন ১৭’ সিরিজ সহ একাধিক গ্যাজেট। শোনা যাচ্ছে, এই সিরিজে নাকি পাঁচ-পাঁচটা নতুন ফোন থাকতে পারে। হালকা অ্যালুমিনিয়াম ফ্রেমে বাঁধা সাধারণ ‘আইফোন ১৭’-এর পাশাপাশি থাকতে পারে ‘আইফোন ১৭ প্লাস’। এ ছাড়াও, টাইটেনিয়ামের বডিতে তৈরি ‘আইফোন ১৭ প্রো’ এবং ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’-এর প্রতি সবার আগ্রহ তুঙ্গে। এই ফোনগুলির ক্যামেরার শক্তি হবে অভাবনীয়। এক নতুন চমক হিসেবে আসছে ‘আইফোন ১৭ এয়ার’। এই ফোনটা নাকি হবে অবিশ্বাস্য রকমের পাতলা, মাত্র ৫.৫ মিলিমিটার।
অ্যাপ্ল ছাড়াও ভারতের বাজারে এন্ট্রি নেওয়ার জোরদার প্রস্তুতি নিচ্ছে ‘ওপো’-র নতুন মডেল। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে তারা তাদের ‘এফ৩১ সিরিজ’ নিয়ে আসতে পারে। এই সিরিজে থাকছে ‘এফ৩১ ফাইভ-জি’ এবং ‘এফ৩১ প্রো ফাইভ-জি’-এর মতো একাধিক ফোন। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফোনগুলি যথেষ্ট কাজের হবে বলে মনে করছে ‘টেক এন্থুসিয়াস্ট’রা। শক্তিশালী প্রসেসর এবং ফাস্ট চার্জিং-এর সুবিধা থাকা এই ফোনগুলি উৎসবের মরসুমে একটা ভাল বিকল্প হতে পারে।
আরও পড়ুন:
এদিকে ‘স্যামসাং’ কিন্তু বসে নেই। তারা তাদের ‘গ্যালাক্সি এস২৫ এফই’-এর ঘোষণা করতে পারে ৪ সেপ্টেম্বর। এই ফোনটির বিশেষত্ব হল এর দারুণ ডিসপ্লে এবং শক্তিশালী এক্সিনোস ২৪০০ চিপসেট। ক্যামেরা সেটআপও বেশ আকর্ষণীয়— ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা-সহ আরও কয়েকটি লেন্স থাকছে। ব্যাটারিও যথেষ্ট শক্তিশালী। পুজোর আগেই স্মার্টফোন কেনার কথা ভাবলে এই ফোনটা ৬০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে এক দারুণ পছন্দ হতে পারে।
সব মিলিয়ে, সেপ্টেম্বরের এই উৎসবমুখর মাসে ফোনপ্রেমীদের জন্য অনেক উত্তেজনা অপেক্ষা করছে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।