Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Diwali Mobile Phone offers

দীপাবলির ব্যাপক 'অফার' মোবাইলে!

পুরনো মোবাইলটা বদলাবেন? তা হলে দেরি নয়, এই লেখাটি পড়ে ফেলুন।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ১৮:৫০
Share: Save:
০১ ০৯
শুরু হয়েছে উৎসবের মরসুম। বাঙালির ঘরে ঘরে ঘরে এখন আলোর ছটা। দুর্গাপুজো শেষ হয়েছে আর কিছুদিন পরেই শুরু হবে কালীপুজো। রয়েছে ধনতেরাস। এ বার এই উৎসব উপলক্ষে বিভিন্ন ই-কমার্স সাইটে আইফোন, স্যামসাং, মটো, রেডমি, রিয়েলমি পকোর মতো জনপ্রিয় মোবাইলের দামে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। সেগুলি একে একে বলা যাক।

শুরু হয়েছে উৎসবের মরসুম। বাঙালির ঘরে ঘরে ঘরে এখন আলোর ছটা। দুর্গাপুজো শেষ হয়েছে আর কিছুদিন পরেই শুরু হবে কালীপুজো। রয়েছে ধনতেরাস। এ বার এই উৎসব উপলক্ষে বিভিন্ন ই-কমার্স সাইটে আইফোন, স্যামসাং, মটো, রেডমি, রিয়েলমি পকোর মতো জনপ্রিয় মোবাইলের দামে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। সেগুলি একে একে বলা যাক।

০২ ০৯
 আইফোন ১৪: ফোনের বাজারে আইফোনের কতটা সুখ্যাতি, তা আলাদা করে বলার দরকার নেই। একটি জনপ্রিয় অনলাইন সাইটে দেওয়ালির অফারে এই ফোন পাওয়া যাচ্ছে ৫৫হাজার ৯৯৯ টাকায়। ১২৮ জিবি রমে পাওয়া যাবে এই মোবাইল ফোন।

আইফোন ১৪: ফোনের বাজারে আইফোনের কতটা সুখ্যাতি, তা আলাদা করে বলার দরকার নেই। একটি জনপ্রিয় অনলাইন সাইটে দেওয়ালির অফারে এই ফোন পাওয়া যাচ্ছে ৫৫হাজার ৯৯৯ টাকায়। ১২৮ জিবি রমে পাওয়া যাবে এই মোবাইল ফোন।

০৩ ০৯
স্যামসাং এম ৩৪: এই ফোনটি বাজারে এসেছে খুব বেশিদিন হয়নি। অ্যামোলেট ডিসপ্লে। ৬০০০ এমএএইচ ব্যাটারি। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোনের স্টোরেজ। চার প্রজন্ম পর্যন্ত ওএস আপডেট। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাওয়া যাবে। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।  ৫জি নেটওয়ার্ক কানেকশনের সঙ্গে পাওয়া যাচ্ছে। লঞ্চ করার সময় দাম ছিল ২৪ হাজার ৪৯৯।  বিভিন্ন ই-কমার্স সাইটে এই মোবাইলের অফারের দাম রাখা হয়েছে ১৬ থেকে ১৭ হাজারের মধ্যে। এছাড়াও বিভিন্ন অফার যোগ করলে দাম অনেকটাই নেমে আসবে।

স্যামসাং এম ৩৪: এই ফোনটি বাজারে এসেছে খুব বেশিদিন হয়নি। অ্যামোলেট ডিসপ্লে। ৬০০০ এমএএইচ ব্যাটারি। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোনের স্টোরেজ। চার প্রজন্ম পর্যন্ত ওএস আপডেট। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাওয়া যাবে। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ৫জি নেটওয়ার্ক কানেকশনের সঙ্গে পাওয়া যাচ্ছে। লঞ্চ করার সময় দাম ছিল ২৪ হাজার ৪৯৯। বিভিন্ন ই-কমার্স সাইটে এই মোবাইলের অফারের দাম রাখা হয়েছে ১৬ থেকে ১৭ হাজারের মধ্যে। এছাড়াও বিভিন্ন অফার যোগ করলে দাম অনেকটাই নেমে আসবে।

০৪ ০৯
স্যামসাং এ ৫৪ ৫জি: দিওয়ালি অফারে এই মোবাইল তালিকার একদম উপরের দিকেই আছে। আট জিবি ও ২৬৫ জিবি ভেরিয়েন্টে, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলিতে ৩৫থেকে ৩৭ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে। আছে ৬৭ মেগাপিক্সেলের তিনটি প্রধান ক্যামেরা। সেলফি ক্যামেরা আছে ৩২ মেগাপিক্সেলের।

স্যামসাং এ ৫৪ ৫জি: দিওয়ালি অফারে এই মোবাইল তালিকার একদম উপরের দিকেই আছে। আট জিবি ও ২৬৫ জিবি ভেরিয়েন্টে, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলিতে ৩৫থেকে ৩৭ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে। আছে ৬৭ মেগাপিক্সেলের তিনটি প্রধান ক্যামেরা। সেলফি ক্যামেরা আছে ৩২ মেগাপিক্সেলের।

০৫ ০৯
মটো জি ৫৪: আপনার মোবাইল ফোন কেনার বাজেট যদি ১৫হাজারের মধ্যে হয় তা হলে মটো জি ৫৪ দারুন ফিচারসহ আপনি পেয়ে যাবেন। এই ফোনের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। যার দাম এখন ১৪ হাজারের কাছাকাছি। অন্যটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ রম। যার দাম ১৫ হাজার ৯৯৯। মোবাইলটিতে আছে ৬০০০ এমএএইচের ব্যাটারি।  মোট ৫৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা।  ১৬ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। ‌

মটো জি ৫৪: আপনার মোবাইল ফোন কেনার বাজেট যদি ১৫হাজারের মধ্যে হয় তা হলে মটো জি ৫৪ দারুন ফিচারসহ আপনি পেয়ে যাবেন। এই ফোনের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। যার দাম এখন ১৪ হাজারের কাছাকাছি। অন্যটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ রম। যার দাম ১৫ হাজার ৯৯৯। মোবাইলটিতে আছে ৬০০০ এমএএইচের ব্যাটারি। মোট ৫৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ১৬ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। ‌

০৬ ০৯
মটো ই ১৩: অল্প দামের মধ্যে দেওয়ালিতে কাউকে মোবাইল উপহার দেওয়ার কথা ভাবলে বা নিজের জন্য কিনতে চাইলে মটো ই ১৩-র বিকল্প নেই। একটি নামি ই-কমার্স সাইটে মাত্র ৬ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই মোবাইল ফোন। রয়েছে চার জিবি র্যাম ও ৬৪ জিবি রম।  যা এক টিবি পর্যন্ত বাড়ানো যাবে।  ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।  ৫০০০হাজার এমএএইচ ব্যাটারি থাকছে এই মোবাইলে।

মটো ই ১৩: অল্প দামের মধ্যে দেওয়ালিতে কাউকে মোবাইল উপহার দেওয়ার কথা ভাবলে বা নিজের জন্য কিনতে চাইলে মটো ই ১৩-র বিকল্প নেই। একটি নামি ই-কমার্স সাইটে মাত্র ৬ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই মোবাইল ফোন। রয়েছে চার জিবি র্যাম ও ৬৪ জিবি রম। যা এক টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫০০০হাজার এমএএইচ ব্যাটারি থাকছে এই মোবাইলে।

০৭ ০৯
১০হাজার টাকার টাকার মধ্যে মোবাইল কেনার কথা ভাবলে, এই মোবাইলটিকে নিয়ে ভাবতেই  পারেন।৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রমে পাওয়া যাচ্ছে এই মোবাইল।  পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি থাকছে। ৯ থেকে ১০ হাজারের মধ্যে দিওয়ালি অফারে বিক্রি হচ্ছে এই মোবাইলটি।

১০হাজার টাকার টাকার মধ্যে মোবাইল কেনার কথা ভাবলে, এই মোবাইলটিকে নিয়ে ভাবতেই পারেন।৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রমে পাওয়া যাচ্ছে এই মোবাইল। পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি থাকছে। ৯ থেকে ১০ হাজারের মধ্যে দিওয়ালি অফারে বিক্রি হচ্ছে এই মোবাইলটি।

০৮ ০৯
পকো এম সিক্স প্রো ফাইভ জি :পকোর মোবাইল ফোনগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এই মোবাইলটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম রয়েছে। পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি থাকছে। ৫২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরাও আছে। সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।  অফারে মোবাইলটি দাম ১১ থেকে ১২ হাজারের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন।

পকো এম সিক্স প্রো ফাইভ জি :পকোর মোবাইল ফোনগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এই মোবাইলটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম রয়েছে। পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি থাকছে। ৫২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরাও আছে। সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। অফারে মোবাইলটি দাম ১১ থেকে ১২ হাজারের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন।

০৯ ০৯
রিয়েলমি সি ৫৩: এখন বাজারে খুব চলছে রিয়েলমির ফোন। একটি অনলাইন সাইটে এই ফোনটির এখন দাম ১০হাজার ৯৯৯। থাকছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। ব্যাটারি পাবেন পাঁচ হাজার এমএএইচের। ১১০ মেগাপিক্সেলের মোট দুটি ক্যামেরা পাবেন এই ফোনটিতে।

রিয়েলমি সি ৫৩: এখন বাজারে খুব চলছে রিয়েলমির ফোন। একটি অনলাইন সাইটে এই ফোনটির এখন দাম ১০হাজার ৯৯৯। থাকছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। ব্যাটারি পাবেন পাঁচ হাজার এমএএইচের। ১১০ মেগাপিক্সেলের মোট দুটি ক্যামেরা পাবেন এই ফোনটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE