স্যামসাং এম ৩৪: এই ফোনটি বাজারে এসেছে খুব বেশিদিন হয়নি। অ্যামোলেট ডিসপ্লে। ৬০০০ এমএএইচ ব্যাটারি। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোনের স্টোরেজ। চার প্রজন্ম পর্যন্ত ওএস আপডেট। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাওয়া যাবে। ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ৫জি নেটওয়ার্ক কানেকশনের সঙ্গে পাওয়া যাচ্ছে। লঞ্চ করার সময় দাম ছিল ২৪ হাজার ৪৯৯। বিভিন্ন ই-কমার্স সাইটে এই মোবাইলের অফারের দাম রাখা হয়েছে ১৬ থেকে ১৭ হাজারের মধ্যে। এছাড়াও বিভিন্ন অফার যোগ করলে দাম অনেকটাই নেমে আসবে।
মটো জি ৫৪: আপনার মোবাইল ফোন কেনার বাজেট যদি ১৫হাজারের মধ্যে হয় তা হলে মটো জি ৫৪ দারুন ফিচারসহ আপনি পেয়ে যাবেন। এই ফোনের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। যার দাম এখন ১৪ হাজারের কাছাকাছি। অন্যটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ রম। যার দাম ১৫ হাজার ৯৯৯। মোবাইলটিতে আছে ৬০০০ এমএএইচের ব্যাটারি। মোট ৫৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ১৬ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা।
মটো ই ১৩: অল্প দামের মধ্যে দেওয়ালিতে কাউকে মোবাইল উপহার দেওয়ার কথা ভাবলে বা নিজের জন্য কিনতে চাইলে মটো ই ১৩-র বিকল্প নেই। একটি নামি ই-কমার্স সাইটে মাত্র ৬ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই মোবাইল ফোন। রয়েছে চার জিবি র্যাম ও ৬৪ জিবি রম। যা এক টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫০০০হাজার এমএএইচ ব্যাটারি থাকছে এই মোবাইলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy