প্রতীকী চিত্র
বছরভরের ব্যস্ততায় ছুটি পাওয়া অনেক সময়েই দুঃসাধ্য হয়ে ওঠে। শহরের কোলাহল থেকে দূরে কোথাও বেড়াতে যেতে পুজোর ছুটির দিকেই তাকিয়ে থাকেন অনেকে। কিন্তু কলকাতা ছেড়ে বেরিয়ে পড়লে হাতছাড়া হয় ঠাকুর দেখার আনন্দ। পুজোর আনন্দের পাশাপাশি দু’দিনের জন্য কাছেপিঠে কোথাও ঘুরে এলে কিন্তু কোনওটাই বাদ দিতে হয় না!
এ বছর ষষ্ঠী ৯ই অক্টোবর অর্থাৎ বুধবার। পঞ্চমীর দিন অফিসের পরে বেরিয়ে পড়া যায় কলকাতার আশপাশেই দু’দিনের ছুটির গন্তব্যে। ষষ্ঠী, সপ্তমী সেখানে কাটিয়ে অষ্টমী, নবমী এবং দশমী ফিরে আসুন কলকাতাতেই। তিন-তিনটে দিন তোলা রইল পুজোর আনন্দের জন্য। এই প্রতিবেদনে রইল কাছেপিঠের কিছু ছুটির ঠিকানার হদিশ।
কলকাতা থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দূরে মেদিনীপুরের জুনপুট। সমুদ্রের খোলা হাওয়ায় ছুটি উপভোগ করার এক আদর্শ ঠিকানা। কলকাতা থেকে গাড়ি বা ট্রেনে সহজেই খুব কম সময়ে এখানে পৌঁছতে পারবেন।
অযোধ্যা পাহাড়ের পাদদেশে পুরুলিয়ার একটি ছোট্ট গ্রাম বরন্তি, যা পাহাড় এবং জঙ্গলের সৌন্দর্যে ঘেরা। কলকাতা থেকে ২৮০ কিলোমিটার দূরত্বে প্রকৃতির কোলে এই গ্রামে নির্ভেজাল বিশ্রাম নিতে পারেন। আবার উপভোগ করতে পারেন ট্রেকিং-এর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস-ও।
পাহাড়ের উপর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রাকৃতিক শোভা শুধুমাত্র ভক্তদেরই নয়, প্রকৃতিপ্রেমীদেরও আকৃষ্ট করে সমান ভাবে। কলকাতা থেকে ২৮০ কিলোমিটার দূরে বালাসোরের এই অসাধারণ সুন্দর জায়গায় ২ দিনের ছুটি কাটিয়ে সহজেই এ শহরে ফিরে পুজো উপভোগ করতে পারবেন।
দিঘা, মন্দারমণির ভিড় ছেড়ে শান্তিপূর্ণ কোনও সমুদ্রতটে যেতে মন চাইছে? কাঁথির কাছে বাঁকিপুট অপেক্ষা করছে আপনারই জন্য। পুজোর কোলাহলে মেতে ওঠার আগে পরিবার অথবা বন্ধুদের সঙ্গে নির্বিঘ্নে এক সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশে ছুটি কাটিয়ে আসুন।
পুজোও হল, বেড়ানোও। যাকে বলে জোড়া আনন্দ!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy