St. Xaviers University Admission 2025

পড়ুয়া এবং কর্মরতেরাও করতে পারবেন এমবিএ! ভর্তির সুযোগ দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এমবিএ করানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫
St. Xavier\\\'s University, Kolkata

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

শুধু পড়ুয়াদের জন্য নয়, কর্মরতদের জন্যও এমবিএ-র সুযোগ দিচ্ছে রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে ইনফরমেশন ব্রোশিয়োরও।

Advertisement

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এমবিএ করানো হবে। বিশ্ববিদ্যালয়ে প্রথাগত এমবিএ ডিগ্রি প্রোগ্রামের পাশাপাশি এমবিএ এগ্‌জ়িকিউটিভ প্রোগ্রামেও আগ্রহীদের ভর্তি নেওয়া হবে। এমবিএ এগ্‌জ়িকিউটিভ কোর্সটি শুধুমাত্র পেশাদারদের জন্য। উভয় ক্ষেত্রেই ফিন্যান্স, হিউম্যান রিসোর্স (এইচআর), মার্কেটিং এবং বিজ়নেস অ্যানালিটিকস্‌-এ স্পেশালাইজ়েশনের সুযোগ রয়েছে। কোর্সগুলির মেয়াদ দু’বছর। বিজ্ঞপ্তিতে আসনসংখ্যার বিষয়ে কিছু জানানো হয়নি।

এমবিএ-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের চলতি বছরে জাতীয় স্তরের কোনও এমবিএ প্রবেশিকা পরীক্ষা— এক্সএটি, ক্যাট, ম্যাট, সিম্যাট এবং এনম্যাটে উপযুক্ত নম্বরও থাকতে হবে। একই ভাবে, এমবিএ এগ্‌জ়িকিউটিভ প্রোগ্রামের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

এমবিএ-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা নির্ণয় করা হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, জাতীয় স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ এবং কাজের অভিজ্ঞতার নিরিখে। অন্য দিকে, এমবিএ এগ্‌জ়িকিউটিভ কোর্সে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা, বিশ্ববিদ্যালয় আয়োজিত অ্যাপ্টিটিউড পরীক্ষার নম্বর, ইন্টারভিউ এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে।

উভয় কোর্সের ক্ষেত্রে অ্যাডমিশন ফি ধার্য করা হয়েছে ৩০,০০০ টাকা। এ ছাড়া, প্রতি সেমেস্টারে বিভিন্ন খাতে নির্ধারিত ফি জমা দিতে হবে পড়ুয়াদের। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তরফে স্কলারশিপের ব্যবস্থাও রাখা হয়েছে।

আগ্রহীরা এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন