Advertisement
Back to
Presents
Associate Partners
PM Modi in Barasat

শক্তিভূমি বাংলার মাটিতে তৃণমূল পাপ করেছে, গোটা বাংলায় ‘সন্দেশখালি’ ঝড় উঠবে, বারাসতে মোদী

মূল ঘটনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মালা পরিয়ে স্বাগত জানালেন বিজেপির মহিলা সদস্যরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মালা পরিয়ে স্বাগত জানালেন বিজেপির মহিলা সদস্যরা। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১৫:৪৯
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১৩:০৫ key status

যেখানে ইন্ডি জোটের সরকার সেখানেই মহিলাদের উপর অত্যাচার: মোদী

যেখানে ইন্ডি জোটের সরকার সেখানেই মহিলাদের উপর অত্যাচার হয়। তাই মহিলাদের ইন্ডি জোটকে হারাতে হবে। বারাসত থেকে বাংলার মহিলাদের আহ্বান প্রধানমন্ত্রীর।

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১৩:০৪ key status

মহিলাদের ক্ষমতায়ন মোদীর গ্যারান্টি: মোদী

মহিলাদের ক্ষমতায়ন মোদীর গ্যারান্টি, বললেন মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদীও একজন আদিবাসী মহিলা। মনে করিয়ে দিলেন মোদী।

Advertisement
timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১৩:০২ key status

মহিলাদের জন্য কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেয় না তৃণমূল সরকার: মোদী

মহিলাদের জন্য কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেয় না তৃণমূল সরকার, বললেন মোদী। একই সঙ্গে বললেন, বেটি বচাও  বেটি পড়াও প্রকল্প চালু করতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১৩:০১ key status

মহিলাদের জন্য নমো ড্রোন যোজনার কথা বললেন মোদী

কৃষি বিকাশের জন্য এবং মহিলাদের কর্মসংস্থানের জন্য নমো ড্রোন যোজনার কথা বললেন মোদী। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:৫৮ key status

লক্ষ্মীর ভান্ডারের পাল্টা লাখপতি দিদির প্রচার মোদীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাল্টা কেন্দ্রীয় লাখপতি দিদির প্রচার করলেন মোদী। বললেন, ইতিমধ্যেই বাংলার ১৬ কোটি  মহিলা লাখপতি দিদি হয়েছেন।

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:৫৫ key status

নারীশক্তির অপমানের জন্য ফাঁসির সাজাও রয়েছে: মোদী

নারীশক্তির অপমানের সাজা ফাঁসিও হতে পারে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement
timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:৫৩ key status

নারীশক্তি তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছে: মোদী

তৃণমূলকে অপমানের শিক্ষা দিতে নারীশক্তি পথে নেমেছে, বললেন মোদী। শাহজাহান শেখকে নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কার কথাও টেনে আনলেন।    

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:৫১ key status

গোটা বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে : মোদী

নারীশক্তির এই অপমান শুধু সন্দেশখালিতে সীমিত থাকবে না। গোটা বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:৪৮ key status

মেদীর মুখে রাসমনি, মাতঙ্গিনীদের নাম

মোদীর মুখে বাংলার মহিলাদের বন্দনা। বললেন, এই দেশকে রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাদের দিয়েছে। ভগিনী নিবেদিতা, সরলা দেবীদের দিয়েছে। কিন্তু এখন তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না।  

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:৪২ key status

তাঁর পরিবার নিয়ে প্রশ্নের জবাব দিলেন মোদী

মোদী বললেন, ‘‘আমায় সবাই প্রশ্ন করেন, মোদীর পরিবার কোথায়। আমি বলছি, আপনারাই সবাই যাঁরা আমাকে দেখতে এসেছেন, তাঁরাই আমার পরিবার। বাংলার মা-বোনেরা পরিবার। মোদী যখন সমস্যায় পড়েন, তখন কবচের মতো বাংলার মা-বোনেরা দুর্গার মতো ঘিরে রাখেন।’’

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:৩৭ key status

বিজেপি সরকারই কলকাতা মেট্রোর কাজ এগিয়ে নিয়ে গিয়েছে

বিজেপি সরকারই কলকাতার মেট্রোর কাজ এগিয়ে নিয়ে গিয়েছে বলে জানালেন মোদী। বললেন, কলকাতার মেট্রো ৪০ বছরে মাত্র ২৮ কিলোমিটার এগিয়েছে। আর বিজেপি ১০ বছরে ৩১ কিলোমিটার কাজ এগিয়ে নিয়ে গিয়েছে। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:৩৪ key status

কলকাতা হল সেই শহর, যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে

কলকাতা হল সেই শহর, যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে, বললেন মোদী। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:৩০ key status

বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:২২ key status

মঞ্চে বক্তৃতা বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার প্রধান

মঞ্চে বক্তৃতা বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার প্রধান তথা তামিলনাড়ুর বিধায়ক বনতি শ্রীনিবাসন।

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:১১ key status

মোদীকে স্বাগত জানাতে বক্তৃতা লকেটের

মোদীকে স্বাগত জানাতে বক্তৃতা দিচ্ছেন হুগলির সাংসদ এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:১০ key status

শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মোদীকে স্বাগত জানাতে অনুরোধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে স্বাগত জানাতে অনুরোধ করলেন সঞ্চালিকা অগ্নিমিত্রা। আংশিক সাড়াও এল দর্শকাসন থেকে। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:০৯ key status

মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বারাসতের জনসভার মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে দেবী কালীর মূর্তি এবং মালা দিয়ে সম্মানিত করা হল। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১২:০৫ key status

বারাসতে জনসভার মঞ্চে কারা?

বারাসতে মোদীর বক্তৃতা মঞ্চে হাজির রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু। সঞ্চালনা করছেন বিজেপির নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারও। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১১:৫৪ key status

মোদীর নারীবন্দনা

গত তিন দিন ধরে বিজেপির নারী শক্তি বন্দনা কর্মসূচি চলছে গোটা দেশে। বুধবার বারাসতে সেই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান। বিজেপি সূত্রে খবর, এই মঞ্চে বহু বিশিষ্ট মহিলাকে সম্বর্ধনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

timer শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১১:৫২ key status

কাছারি ময়দানে পৌঁছলেন মোদী

বারাসতের কাছারি ময়দানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শকাসনে ৯০ শতাংশেই মহিলাদের উপস্থিতি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE