Advertisement
Back to
Presents
Associate Partners
সাত দফায় ভোট। গণনা ৪ জুন।

আসানসোল

পশ্চিমবঙ্গ

রাঢ়বঙ্গের এই কয়লাখনি অঞ্চলের আসনে ১৯৮০ এবং ১৯৮৪-তে কংগ্রেসের আনন্দগোপাল মুখোপাধ্যায় জয়ী হয়েছিলেন। ১৯৮৯ থেকে ২০০৯ পর্যন্ত টানা আট বার (একটি উপনির্বাচন-সহ) জেতে সিপিএম। কিন্তু ২০১৪-য় বিদায়ী সাংসদ বংশগোপাল চৌধুরী নেমে যান তৃতীয় স্থানে। তৃণমূলের দোলা সেনকে হারিয়ে জেতেন বিজেপির বাবুল সুপ্রিয়। ২০১৯-এ বাবুল হারান মুনমুন সেনকে। কিন্তু ২০২২-এ তিনি ইস্তফা দেন। উপনির্বাচনে তৃণমূলের শত্রুঘ্ন সিন্‌হা হারান বিজেপির অগ্নিমিত্রা পালকে। ’২১-এর বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, বরাবনিতে জয়ী তৃণমূল। বিজেপি আসানসোল দক্ষিণ এবং কুলটিতে। এই কেন্দ্রে ভোট চতুর্থ দফায় (১৩ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

কোচবিহার (এসসি), আলিপুরদুয়ার (এসটি), জলপাইগুড়ি (এসসি) অন্যান্য
Advertisement
Advertisement