Advertisement
Back to
Presents
Associate Partners
সাত দফায় ভোট। গণনা ৪ জুন।

ঝাড়গ্রাম (এসটি)

পশ্চিমবঙ্গ

কংগ্রেস এবং বাংলা কংগ্রেসের হাত ঘুরে ১৯৭৭ সালে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলের এই আসন গিয়েছিল সিপিএমের দখলে। সেই জয়ের ধারা বজায় ছিল টানা ১০ বার। ২০০৯-এর লোকসভা ভোট পর্যন্ত। ২০১৪ সালে তৃণমূল জয়ী হলেও পাঁচ বছরের মাথাতেই বদল ঘটায় ঝাড়গ্রাম। জোড়াফুলকে হারিয়ে জয়ী হন পদ্ম প্রতীকের প্রার্থী কুনার হেমব্রম। কিন্তু তার দু’বছরের মাথাতেই ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে ঝাড়গ্রাম লোকসভার সাতটি বিধানসভাতেই (নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, বিনপুর, শালবনি এবং বান্দোয়ান) জেতেন তৃণমূল প্রার্থীরা! এই কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায় (২৫ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া অন্যান্য
Advertisement
Advertisement