Advertisement
Back to
Presents
Associate Partners
সাত দফায় ভোট। গণনা ৪ জুন।

বোলপুর

পশ্চিমবঙ্গ

১৯৭১ থেকে ২০০৯ পর্যন্ত টানা ১২বার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী। ১৯৮৫ সালের ‘হাই ভোল্টেজ’ উপনির্বাচনে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায় হারিয়েছিলেন কংগ্রেসের সিদ্ধার্থশঙ্কর রায়কে। ২০১৪-য় সিপিএমের বিদায়ী সাংসদ রামচন্দ্র ডোমকে হারিয়ে জেতেন তৃণমূলের অনুপম হাজরা। ২০১৯-এ জয়ী তৃণমূলেরই অসিতকুমার মাল। ২০২১-এর বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে সবক’টিতেই (কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর এবং ময়ূরেশ্বর) জয়ী তৃণমূল। এই কেন্দ্রে ভোট চতুর্থ দফায় (১৩ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

কোচবিহার (এসসি), আলিপুরদুয়ার (এসটি), জলপাইগুড়ি (এসসি) অন্যান্য
Advertisement
Advertisement