Advertisement
Back to
Presents
Associate Partners
সাত দফায় ভোট। গণনা ৪ জুন।

তমলুক

পশ্চিমবঙ্গ

বাম জমানার ‘মধ্যগগনে’ ১৯৯৬ সালে এই আসনে সিপিএমের প্রভাবশালী নেতা লক্ষ্মণ শেঠ হেরেছিলেন কংগ্রেসের কাছে। ১৯৯৮ থেকে লক্ষ্মণ তিন বার জিতলেও নন্দীগ্রামকাণ্ডের পরে ২০০৯-এ হেরেছিলেন তৃণমূলের শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী ২০১৬ (উপনির্বাচন) এবং ২০১৯-এ তমলুক থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে তমলুক, মহিষাদল, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমারে তৃণমূল এবং নন্দীগ্রাম, ময়না ও হলদিয়ায় বিজেপি জয়ী হয়েছে। এই কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায় (২৫ মে)।

পশ্চিমবঙ্গের অন্যান্য লোকসভা কেন্দ্র:

কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি) অন্যান্য
Advertisement
Advertisement