Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

গুলশনের স্মৃতি উস্কে ঢাকা থেকে এক সপ্তাহে নিখোঁজ ছয় তরুণ, উদ্বেগে পুলিশ

এক সপ্তাহে রহস্যজনক ভাবে নিখোঁজ ছয় তরুণ। প্রত্যেকেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রত্যেকের পরিবারই বিষয়টি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে। ঢাকা মহানগর পুলিশকে তাঁরা অন্তত তেমনই জানিয়েছেন। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগে পুলিশের সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তারা। তদন্তে নেমে পড়েছে পুলিশ এবং অন্যান্য সংস্থা।

ঢাকা থেকে নিখোঁজ হওয়া ছয় তরুণের দু’জন— সাফায়াত হোসেন ও জাইন হোসেন খান। —নিজস্ব চিত্র।

ঢাকা থেকে নিখোঁজ হওয়া ছয় তরুণের দু’জন— সাফায়াত হোসেন ও জাইন হোসেন খান। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ১৪:২৮
Share: Save:

এক সপ্তাহে রহস্যজনক ভাবে নিখোঁজ ছয় তরুণ। প্রত্যেকেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রত্যেকের পরিবারই বিষয়টি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে। ঢাকা মহানগর পুলিশকে তাঁরা অন্তত তেমনই জানিয়েছেন। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগে পুলিশের সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তারা। তদন্তে নেমে পড়েছে পুলিশ এবং অন্যান্য সংস্থা। ছয় তরুণের এই নিরুদ্দেশ হয়ে যাওয়ার সঙ্গে জঙ্গি তৎপরতার যোগ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের কর্তরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ১ ডিসেম্বর চার তরুণ এক সঙ্গে নিখোঁজ হয়েছেন। বনানীর কাঁচাবাজর এলাকায় একটি ক্যাফেতে তাঁদের শেষ বার দেখা গিয়েছিল। ওই ক্যাফে তাঁরা এক সঙ্গেই ছিলেন। সেখান থেকে বেরনোর পর আর তাঁদের কোনও খোঁজ নেই। এর পরের দিনই ঢাকার ক্যান্টনমেন্ট থানায় আরও এক তরুণের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। সর্বশেষ ঘটনাটি সামনে এসেছে মঙ্গলবার। এ দিন বনানী থানায় আরও এক তরুণের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে।

বিভিন্ন জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে সব তরুণ এত দিন পর্যন্ত ঢাকা এবং অন্যান্য এলাকা থেকে নিখোঁজ হয়েছে, তাদের নিরুদ্দেশ হওয়ার ধরনের সঙ্গে এই ছয় তরুণের নিরুদ্দেশ হওয়ার ধরনের মিল রয়েছে বলে পুলিশ মনে করছে। সেই কারণেই অত্যন্ত গুরুত্ব দিয়ে এই নিখোঁজ কাণ্ডের তদন্ত শুরু হয়েছে।

মোহাম্মদ সুজন ও মেহেদি হাওলাদার, নিখোঁজ এই দু’জনও। —নিজস্ব চিত্র।

সম্প্রতি নিখোঁজ হওয়া ছ’জনের মধ্যে এক জনের নাম জাইন হোসেন খান পাভেল। এই পাভেলের বাবা ইসমাইল হোসেন খান পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলে যে কখনও এ ভাবে নিখোঁজ হতে পারে, তা তিনি ভাবতেই পারেননি। পাভেলের নিখোঁজ হওয়ার কোনও কারণই থাকতে পারে না বলে তিনি মনে করছেন।

আর এক নিখোঁজ তরুণ মেহেদি হাওলাদারের আত্মীয় মাহবুব তালুকদার জানিয়েছেন, বরিশালের বাড়ি থেকে মেহেদি মাত্র এক সপ্তাহ আগে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় যায় কিন্তু ঢাকা থেকে আর বরিশাল ফেরেননি মেহেদি। নিখোঁজ হয়ে গিয়েছেন। মেহেদির পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কোনও দিনই কট্টরবাদী বা জিহাদি কার্যকলাপের সঙ্গে তার কোনও যোগ ছিল না। কিন্তু যে ভাবে তিনি নিখোঁজ হয়েছেন, তাতে সন্ত্রাস দমন বিভাগ জিহাদি কার্যকলাপের সঙ্গে মেহেদির যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না।

আরও পড়ুন: আমদানি রফতানির আড়ালে অর্থ পাচার! জালে বাংলাদেশের ১৩২ অসাধু প্রতিষ্ঠান

সাম্প্রতিক কালে জিহাদি কার্যকলাপে যোগ দেওয়ার লক্ষ্যে যে সব তরুণ বাংলাদেশ ছেড়েছে বা নিরুদ্দেশ হয়েছে, তারা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, গুলশনের ঘটনায় তার প্রমাণ মিলেছে। তাই দেশের রাজধানী থেকে এক সপ্তাহের মধ্যে ছ’জন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কিছুতেই হালকা ভাবে নিতে পারছে না বাংলাদেশ প্রশাসন। পুলিশের সন্ত্রাস দমন বিভাগ তো তদন্তে নেমেছেই। অন্যান্য কয়েকটি সংস্থাকেও তদন্তে নামানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE