Advertisement
০৮ মে ২০২৪

দু’দিনে সেনসেক্স উঠল ৩৯৪ পয়েন্ট

শুক্রবার আরও ২৭৮.৫৪ পয়েন্ট উঠল সেনসেক্স। দাঁড়াল ২৪,৬১৬.৯৭ অঙ্কে। ফলে সপ্তাহের প্রথম ৩ দিন টানা পতনের রেশ কাটিয়ে শেষ দু’দিনে তা মোট ৩৯৪ পয়েন্ট এগোল।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫৬
Share: Save:

শুক্রবার আরও ২৭৮.৫৪ পয়েন্ট উঠল সেনসেক্স। দাঁড়াল ২৪,৬১৬.৯৭ অঙ্কে। ফলে সপ্তাহের প্রথম ৩ দিন টানা পতনের রেশ কাটিয়ে শেষ দু’দিনে তা মোট ৩৯৪ পয়েন্ট এগোল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টি-ও ৮৫.১০ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ৭,৪৮৯.১০ অঙ্কে। তবে পুরো সপ্তাহের হিসেবে সেনসেক্স ও নিফটি, দুই সূচকই পড়েছে যথাক্রমে ২৫৩.৭৮ ও ৭৪.৪৫ পয়েন্ট। এ দিকে, শুক্রবার ডলারের সাপেক্ষে টাকার দর পড়েছে ৯ পয়সা। এক ডলার হয়েছে ৬৭.৬৪ টাকা।

বিশেষজ্ঞদের মতে, এ দিন বিশ্বের বেশির ভাগ বাজার উঠেছে। ভারতও হেঁটেছে সেই পথে। পাশাপাশি এখনও কম দামে মিলছে কিছু ভাল শেয়ার। ফলে লগ্নিকারীরা সেগুলি কিনতে উৎসাহী। এ ছাড়া, বিড়লা কর্প-কে সিমেন্ট ব্যবসা বেচে দেওয়ার খবরে রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার দর বেড়েছে ৭%। আর্থিক ফল ভাল হওয়ায় বেড়েছে লুপিন, আইশারের মতো কিছু সংস্থার দরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE