Advertisement
১০ মে ২০২৪

আরও ন’মাস তেল তোলায় রাশ ওপেকের

এখনও চাঙ্গা হয়নি চাহিদা। তাই দাম যাতে আর না-কমে, সেই লক্ষ্যে অশোধিত তেলের উৎপাদনে আরও ন’মাস রাশ টেনে রাখারই সিদ্ধান্ত নিল ওপেক।

বৈঠকে: ওপেক প্রেসিডেন্ট ও সৌদি আরবের তেলমন্ত্রী খলিদ আল-ফলিহ্‌। ছবি: রয়টার্স।

বৈঠকে: ওপেক প্রেসিডেন্ট ও সৌদি আরবের তেলমন্ত্রী খলিদ আল-ফলিহ্‌। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
ভিয়েনা শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০১:৪২
Share: Save:

এখনও চাঙ্গা হয়নি চাহিদা। তাই দাম যাতে আর না-কমে, সেই লক্ষ্যে অশোধিত তেলের উৎপাদনে আরও ন’মাস রাশ টেনে রাখারই সিদ্ধান্ত নিল ওপেক।

বৃহস্পতিবার ভিয়েনায় বৈঠকে বসেছিল তেল রফতানিকারী দেশগুলির এই সংগঠন। সেখানেই মার্চ পর্যন্ত উৎপাদন ছাঁটাই জারি রাখার কথা জানিয়েছে তারা।

গত তিন বছর ধরেই বিশ্ব বাজারে অশোধিত তেলের চাহিদা তলানিতে। অথচ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে উপচে পড়ছিল উৎপাদন। ফলে এক সময়ে প্রতি ব্যারেলের দাম নেমে গিয়েছিল ৩০ ডলারের আশপাশে। তখনই দামের পতনে বাঁধ দিতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ওপেক। সেই দর বেড়ে এখন পৌঁছেছে ব্যারেলে ৫০ ডলারের উপরে।

ভেনিজুয়েলা, রাশিয়া, সৌদি আরব, নাইজেরিয়ার মতো দেশে রাজ -কোষের অনেকটাই ভরে অশোধিত তেল বিক্রির টাকায়। তাই তেলের দাম তলানিতে ঠেকার ক্ষতি সামলাতে হিমসিম খাচ্ছিল তারা। বিশেষজ্ঞদের মতে, এখন তেলের দর বেড়ে ৫০ ডলারের উপরে উঠেছে ঠিকই। কিন্তু তা সম্ভব হয়েছে উৎপাদনে রাশ টেনে রাখা আছে বলেই। সমস্ত দেশ পুরোদমে তেল তুলতে শুরু করলে যে-পরিমাণ উৎপাদন হবে, তা কেনার মতো চাহিদা বিশ্বে এখনও নেই। সে কথা আঁচ করেই ওপেক উৎপাদন কমিয়ে রাখার কৌশল জারি রাখল বলে মনে করছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

OPEC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE