শেয়ার বাজারে পতন। প্রতিনিধিত্বমূলক ছবি।
পঞ্চমীতে ভাল শুরু করেও ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার। বৃহস্পতিবার সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৮৬৯.৬৫ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,৩৪৩.৫০ পয়েন্ট। দিনের শেষে মঙ্গলবারের তুলনায় ২৪৭.৭৮ পয়েন্ট নেমে ৬৫,৬২৯.২৪ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ৪৬.৪০ পয়েন্ট নেমে ১৯,৬২৪.৭০ পয়েন্টে থামল নিফটি।
সেক্টরগুলির তালিকায় লক্ষ্মীবারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) সর্বাধিক লাভ করেছে অটো, স্মলক্যাপ ১০০, স্মলক্যাপ ২৫০। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এই তালিকায় রয়েছে অটো, কনজ়িউমার ডুরেব্লস। বিএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে মেটাল, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস। এনএসইতে ক্ষতির তালিকায় সবার উপরে মেটাল, এই সেক্টরের ক্ষতির পরিমাণ ০.৮৮ শতাংশ।
সংস্থাগুলির তালিকায় সপ্তাহের চতুর্থ দিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে নেসলে ইন্ডিয়া, আলট্রাটেক সিমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বজাজ ফিনসার্ভ, এলটি। নিফটিতে এই তালিকায় রয়েছে বজাজ অটো, এলটিআই মাইন্ডট্রি, নেসলে ইন্ডিয়া, হিরো মোটোকর্প। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে উইপ্রো, টেক মহিন্দ্রা, এনটিপিসি, সান ফার্মা, জেএসডব্লিউ স্টিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy