Advertisement
০২ মে ২০২৪

মধ্যবয়স্কার সঙ্গে অভব্য আচরণ, ধৃত উবের চালক

ফের কলকাতায় এক মহিলা যাত্রীর সম্মানহানির অভিযোগ উঠল উবের-চালকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের ওই ঘটনায় মহিলা-যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উবের-চালককে বুধবার গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০২:৫৯
Share: Save:

ফের কলকাতায় এক মহিলা যাত্রীর সম্মানহানির অভিযোগ উঠল উবের-চালকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের ওই ঘটনায় মহিলা-যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উবের-চালককে বুধবার গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বছর সাতচল্লিশের ওই মহিলা মঙ্গলবার রাত সওয়া আটটায় একটি উবের ট্যাক্সিতে করে ফিরছিলেন তাঁর সার্ভে পার্কের বাড়িতে। অভিযোগ, কলকাতা গ্রিন কমপ্লেক্সের কাছে এসে ওই উবের চালক অভব্য আচরণ করে মহিলার সঙ্গে। ঘটনার পরে সার্ভে পার্ক থানায় ওই চালকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে গাড়ির নম্বর এবং উবের থেকে পাওয়া তথ্য মিলিয়ে চালকের খোঁজ শুরু করে পুলিশ। জানা যায়, তার নাম মহম্মদ কুরবান। ৫ নম্বর মার্কুইস লেনে বাড়ি। সেখান থেকে বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে।

তবে কি রাতের উবেরে মহিলারা নিরাপদ নয়? এই ধরনের সংস্থায় কাজ করার আগে সাধারণত চালকের স্বভাব সম্পর্কেও খোঁজখবর নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু, সেই নিয়ম কতটা কার্যকরী হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

প্রসঙ্গত, সারা দেশেই বার বার মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণের তকমা লেগেছে উবেরের গায়ে। গত মাসেই কলকাতায় এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছে এক উবের-চালক। একই ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতেও। স্বাভাবিক ভাবেই বার বার ঘটতে থাকা নিরাপত্তার অভাবে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মোবাইল-অ্যাপ নির্ভর এই ট্যাক্সি পরিষেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE