Advertisement
৩০ এপ্রিল ২০২৪

প্রার্থী কে, নাম ছাপতে গিয়ে বেকুব

ভোট নিয়ে হাইকোর্টে নির্দেশের পর এখন ভোট কবে তা নিয়ে সংশয় দেখা দেওয়ায় মাথায় হাত পড়েছে ছাপাখানার মালিকদের।

মেচেদার একটি ছাপাখানায় তৃণমূলের পতাকা, ব্যানার। নিজস্ব চিত্র

মেচেদার একটি ছাপাখানায় তৃণমূলের পতাকা, ব্যানার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ১৪:২৫
Share: Save:

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দলের পোষ্টার, ব্যানার, হোর্ডিং-সহ বিভিন্ন প্রচারসামগ্রী তৈরি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ছাপাখানায়। কিন্তু ভোট নিয়ে হাইকোর্টে নির্দেশের পর এখন ভোট কবে তা নিয়ে সংশয় দেখা দেওয়ায় মাথায় হাত পড়েছে ছাপাখানার মালিকদের।

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে মনোনয়ন পর্ব শুরু হতেই প্রথম দফায় পূর্ব মেদিনীপুরে ভোট গ্রহণের জন্য প্রচারের প্রস্তুতি শুরু করেন বিভিন্ন দলের প্রার্থীরা। দেওয়াল লিখনের পাশাপাশি প্রার্থীদের নাম দেওয়া ব্যানার, পোস্টার ছাপানোর কাজ শুরু করে দিয়েছিল ছাপাখানাগুলি। কিন্তু প্রার্থী পদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূলের সঙ্গে বিরোধীদলগুলির সংঘাত আদালত পর্যন্ত গড়ানোর জেরে ভোটগ্রহণ এখন অনিশ্চয়তায়। তবে আদালতের নির্দেশে সোমবার দ্বিতীয় দফায় মনোনয়ন জমা শেষ হওয়ার পরেই প্রার্থীদের প্রচারে গতি এলেও তমলুক, মেচেদা, হলদিয়া, কাঁথির বিভিন্ন ছাপাখানাগুলিতে ব্যানার, পোষ্টার ও হোর্ডিংয়ে প্রার্থীদের নাম লেখা নিয়ে ফাঁপরে পড়েছেন ছাপাখানার মালিকেরা। কারণ অনেক ক্ষেত্রেই প্রার্থীর নাম ঠিক হয়নি। আবার কোথাও প্রার্থীর নাম লেখা হলেও মনোনয়ন জমা দিতে না পারায় তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

বিভিন্ন ছাপাখানা সূত্রে জানা গিয়েছে, প্রথম ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে শাসক দলের ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে বিজেপি, কংগ্রেস, বাম-সহ অন্য দলগুনিকে নিয়ে সমস্যা হচ্ছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জেলার বেশ কয়েকটি ব্লকেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের একই আসনে তৃণমূল প্রার্থী হিসেবে একাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। এইসব আসনে কারা দলের প্রার্থী হবেন তা চূড়ান্ত না হওয়ায় প্রার্থী হিসেবে প্রচারে নামতে পারছেন না দলীয় নেতা ও কর্মীরা। প্রার্থী পদ নিয়ে এই অনিশ্চয়তার জেরেই ব্যানার, পোষ্টার, হোর্ডিং তৈরির কাজ করানো যাচ্ছে না।

মেচেদা মিনি মার্কেটে একাধিক ছাপাখানায় এখন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোষ্টার, হোর্ডিং তৈরির ব্যস্ততা। ছাপাখানার মালিকরা জানান, এখনও পর্যন্ত তৃণমূলের প্রার্থীদের ব্যানার, পোষ্টার তৈরির অর্ডারই বেশি। এ ছাড়াও বিজেপি, বামফ্রন্ট, নির্দল প্রার্থীদের কিছু অর্ডার পাওয়া গিয়েছে। তবে তৃণমূলের কিছু প্রার্থী ব্যানার, পোষ্টার, হোর্ডিং তৈরির অর্ডার দিয়ে যাওয়ার পরেও কাজ স্থগিত রাখতে বলেছে। প্রার্থীপদ নিয়ে অনিশ্চয়তার কারণেই এটা হয়েছে বলেই জানিয়েছেন ছাপাখানার মালিকরা। একটি ছাপাখানার মালিক অরবিন্দ ঘড়া বলেন, ‘‘অভিজ্ঞতায় দেখেছি বরাবরই শাসক দলের প্রার্থীদের ব্যানার, পোষ্টার, হোর্ডিং তৈরির অর্ডার অনেক বেশি পাওয়া যায়। তবে শাসক দলের কিছু প্রার্থী ও সবের অর্ডার দিয়েও আপাতত সে সব তৈরির কাজ কিছুদিন বন্ধ রাখতে বলেছেন।’’

রাজনৈতিক মহলের মতে, শাসক দলের প্রার্থী পদে এমন অনিশ্চয়তার কারণ, একই আসনে তৃণমূল প্রার্থী হিসেবে একাধিক ব্যক্তির মনোনয়ন।

জেলা নির্বাচন দফতরের হিসেবে অনুযায়ী, জেলার মোট ৩৩৭৮ টি গ্রামপঞ্চায়েতের আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা হয়েছে ৪০৪৩ টি । একইভাবে পঞ্চায়েত সমিতির ৬৬১ টি আসনে প্রার্থীপদের দাবিদার ৮৫২ জন। জেলা পরিষদের ৬০টি আসনে লড়াই করতে নেমেছেন ৯০ জন। ফলে যে সব আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে একাধিক মনোনয়ন জমা পড়েছে সেখানে দলীয়ভাবে প্রার্থীদের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত টানাপোড়েন থাকছেই। যার আঁচ লেগেছে ছাপাখানাতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE