Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রার্থী দিতে তৎপরতা সব দলেই

শতাধিক আসনে মনোনয়ন জমা পড়েনি বিরোধীপক্ষের। তাই হাইকোর্টের রায় হতেই কংগ্রেসের প্রবীণ নেতা তথা জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকার কর্মীদের নিয়ে বৈঠক করেছেন।

উৎকণ্ঠা: পঞ্চায়েত ভোট নিয়ে আদালতের রায় জানতে টিভিতে চোখ। কোচবিহারে বিজেপি দফতরে। শুক্রবার। ছবি: হিমাংশুরঞ্জন দেব

উৎকণ্ঠা: পঞ্চায়েত ভোট নিয়ে আদালতের রায় জানতে টিভিতে চোখ। কোচবিহারে বিজেপি দফতরে। শুক্রবার। ছবি: হিমাংশুরঞ্জন দেব

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০৩:০৩
Share: Save:

ফের মনোনয়ন জমা দেওয়া যাবে জানাজানি হতেই আলসেমি ঝেড়ে আসরে নেমে পড়েছে শাসক ও বিরোধী শিবির। কোথাও বিজেপির দলীয় অফিসের দরজা বন্ধ করে বৈঠক হচ্ছে। বামেদের জোনাল, লোকাল অফিসেও রাত অবধি বৈঠক হয়েছে। তৃণমূল নেতারাও দলের নির্বাচনী অফিসে লাগাতার বৈঠক করেছেন। কেউ হবু প্রার্থীদের নাম প্রকাশ্যে আনছেন না। আবার কোথাও গোপনে বাম-বিজেপি-কংগ্রেস এক সঙ্গে মিলে মনোনয়নের সময়ে যাওয়ার প্রস্তুতি চলছে। কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার রায়ের পরে উত্তরবঙ্গে রাজনৈতিক দলগুলির তৎপরতার ছবিটা একঝলকে দেখে নেওয়া যাক।

নতুন প্রার্থীরা তৈরি

শতাধিক আসনে মনোনয়ন জমা পড়েনি বিরোধীপক্ষের। তাই হাইকোর্টের রায় হতেই কংগ্রেসের প্রবীণ নেতা তথা জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকার কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। বিশ্বরঞ্জনবাবু জানান, এক দিন মনোনয়ন জমার সুযোগ পেলে তিন স্তরেই আরও অনেক আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। আরএসপির জেলা সম্পাদক সুনীল বণিক বলেন, ‘‘নতুন প্রার্থী আমরাও বেছে রেখেছি৷ কিন্তু তাঁরা আদৌ মনোনয়ন জমা দিতে পারবেন কিনা সেটাই বুঝতে পারছি না৷ কারণ, বাধা আসবে।’’ তাই কে কোথায় মনোনয়ন জমা দেবেন, তা গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির জেলা নেতারাও৷ যদিও তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, ‘‘যে সব আসনে বিরোধীরা প্রার্থী দেননি, সেখানে মনোনয়ন জমা দিলেও আমরাই জিতব৷’’

বিক্ষুব্ধদের সাহায্য

এ বার আর দলের পতাকা নিয়ে নিয়ে নয়, মনোনয়ন দিতে তৃণমূলের বিক্ষুব্ধদের সাহায্য নেবে বিজেপি। হাইকোর্টের নির্দেশে আরও একদিন মনোনয়ন জমা দেওয়া যাবে শুনেই রণনীতি তৈরি করতে বসেছে বিজেপি। শুক্রবার বিকেলে বিজেপির জলপাইগুড়ি জেলা অফিসে ভিড় জমতে শুরু করে। এক জেলা নেতার কথায়, “আগেরবারে যে ভুল হয়েছে তা আর করছি না। দলের পতাকা নিয়ে যাওয়া হবে না। তৃণমূলের বিক্ষুব্ধরা রয়েছে। তাঁদের সাহায্যেই মনোনয়ন দেওয়া হবে।” প্রয়োজনে একা গিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার কথা ভাবছে বিজেপি। মনোনয়ন পর্ব মিটে গেলে সেই প্রার্থীকে দলের সমর্থন দেওয়া হবে। বিক্ষুব্ধদের নিয়ে ভয়ে রয়েছে তৃণমূলও। এ দিন জলপাইগুড়ির তৃণমূলের জেলা অফিসে বিকেলে ফাঁকাই ছিল। অফিসে থাকা এক কর্মীর কথায়, “নেতারা সব গ্রামে গিয়ে অভিমানীদের সামলাচ্ছেন।” তবে শাসক দলের জেলা নেতাদের বক্তব্য, ‘‘সন্ত্রাস নেই। দলে কোন্দলও নেই। সবই বিরোধীদের অপপ্রচার।’’

হাল ছাড়েননি দাউদ

ধূপগুড়ির শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতে মেলাবস্তিতে গত পঞ্চায়েত ভোটেও লড়াই হয়েছিল। এ বারে ভোটে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দেন দাউদ রাভা। বিরোধী কেউ মনোনয়ন জমা দেননি। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীদের ভয় দেখিয়ে মনোনয়ন দিতে দেওয়া হয়নি। মহল্লায় মিষ্টি বিলি হয়েছিল, ফুলের মালা পড়ে বিজয় মিছিলও হয়েছে। দাউদ বললেন, “এখানে কেউ দাঁড়াবে না। বিরোধীরা তো কেউ নেই। আর ভোট হলেও আমরাই জিতব।”

নেতারা গ্রামে

তৃণমূলের অফিসে কারও দেখা নেই। নেতারা পঞ্চায়েতের প্রচারে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। টেলিভিশনের রায় নিয়ে যে তাঁদের উৎসাহ ছিল না তা নয়। মোবাইল ফোনেই সে জন্য ঘন ঘন চোখ রেখেছিলেন তাঁরা। তৃণমূল সূত্রের খবর, মনোনয়নের যে নতুন দিনটি পাওয়া গেল, সে দিন বিরোধীরা কোথায় কোথায় প্রার্থী দিতে পারে, তা নিয়েই চিন্তা। কারা বিজেপির প্রার্থী হতে পারেন, তাঁদের খোঁজ চলছে। তবে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিরোধীদের আর প্রার্থী নেই বলেই দিতে পারেনি। আমরা ভোটের জন্য প্রস্তুত রয়েছি।”

চিন্তায় নারায়ণ

গত ১০ এপ্রিল মনোনয়ন জমা দিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল। এবার সেখানে ফের দিতে যাবেন বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের সিপিএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস। তবে আদৌ তারা মনোনয়ন জমা দিতে পারবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে তিনিই। তবে তৃণমূলের বক্তব্য, বিরোধীরা প্রার্থী দিতে পারছে না, সে কারণেই অপপ্রচার করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE