Advertisement
১৮ মে ২০২৪
Morning NewsWrap

রক্তাক্ত রাম-মিছিল, মমতার হুঁশিয়ারি ও আরও খবর

সোমবার রানিগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া গোষ্ঠী-সংঘর্ষে প্রাণ হারান এক যুবক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০৭:০০
Share: Save:

রামের নামে রক্তাক্ত হল বাংলা! সোমবার রানিগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া গোষ্ঠী-সংঘর্ষে প্রাণ হারান এক যুবক। ওই সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) অরিন্দম দত্তচৌধুরী। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় রামনবমীর মিছিলে গোলমাল হয়েছিল। দু’পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি সেদিনই মারা গিয়েছেন। রবিবার পুরুলিয়ায় মারা গিয়েছিলেন আরও এক জন।

বিষ্ণুপুরে সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘রাম কোথায় বলেছিলেন, তাঁর নাম করে তলোয়ার বা পিস্তল নিয়ে মিছিল করতে হবে? কাউকে অনুমতি দেওয়া হয়নি রামের নাম করে পিস্তল-তলোয়ার নিয়ে অন্য সম্প্রদায়ের পাড়ায় ঢুকে হামলা করার! আমাদের রাজ্যে ধর্মের নাম করে গুন্ডামির সংস্কৃতি নেই।’’

ছুটির মরসুম। বাচ্চাদের নিয়ে সদলবলে অনেকে পৌঁছে গিয়েছিলেন সাইবেরিয়ার কয়লা খনির শহর কেমেরোভোর শপিং মলটিতে। সেখানে গিয়ে যে প্রিয়জনকে হারাতে হবে, ভাবেননি কেউই। শপিং মলের আগুন ইতিমধ্যেই কেড়ে নিয়েছে ৬৪টি প্রাণ। মৃত-জখমদের মধ্যে শিশুদের মুখই বেশি।

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

• তৎপর ট্যাক্সিকাকু, ঘরে ফিরল ‘রাগ’ করে বা়ড়ি ছাড়া কিশোরী

শহরের ট্যাক্সি চালকদের বিরুদ্ধে যাত্রী প্রত্যাখ্যান এবং দুর্ব্যবহারের অভিযোগ নতুন নয়। কিন্তু বুধবার রাতেই গড়িয়া স্টেশনের ট্যাক্সি চালক চন্দন সাউয়ের অন্য পরিচয় দেখা গেল। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ফিরিয়ে দে চোখ, টেনে চড় যুবককে

ঘাবড়ে গিয়েছিলেন দমদম থানার তদন্তকারী অফিসারও। জেদি তরুণীকে তখন থামায় কার সাধ্য! সবিস্তার পড়তে ক্লিক করুন

• আচমকা কি চিনে কিম জং

নিরাপত্তার বজ্র আঁটুনিতে ঘেরা এক রহস্যময় ট্রেনকে ঘিরে জল্পনাটা শুরু। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ‘ছবির প্রচারে সম্পর্ককে আনতে চাই না’

বললেন দেব। সহমত রুক্মিণীও। সম্পর্কের মিষ্টি সুবাস উঠে এল আলাপচারিতায়... সবিস্তার পড়তে ক্লিক করুন

• ‘জিতব যোগ্যতায়, প্রতারণা করে নয়’

এক দিকে স্টিভ স্মিথ। ক্রিকেট মাঠে প্রতারণার দায়ে অভিযুক্ত। অন্য দিকে ‘জেন্টলম্যান্‌স গেম’-এর পতাকাবাহী তিনি। কোর্টনি ওয়ালশ ফোনে বল বিকৃতির নতুন বিতর্ক নিয়ে একান্ত সাক্ষাৎকার দিলেন আনন্দবাজার-কে।। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE