রাজ্য হইতে রাজধর্ম কবে বিদায় লইয়াছে, সেই তারিখ খুঁজিতে বসিলে ২০১১ সাল ছাড়িয়া আরও অনেক পিছাইতে হইবে। বর্তমান শাসকরা সেই ঐতিহ্যটি সযত্নে বজায় রাখিয়াছেন।
ভারতের গণতান্ত্রিক উপলব্ধি যত বেড়েছে, ভোট লুঠের প্রবণতা ততই কমে এসেছে। পশ্চিমবঙ্গ যেন ঠিক উল্টো পথে। দিন যত যাচ্ছে, অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন এ রাজ্যে ততই যেন অসম্ভব হয়ে উঠছে।
২০০২ সালে গুজরাতের মুসলমানদের হাতে যেমন টাকা ছিল, আর্থিক সমৃদ্ধি ছিল, বকরওয়ালদের তা-ও নেই। ফলে, সাম্প্রদায়িক উস্কানির পিছনে বহু ক্ষেত্রেই যে আর্থিক যুক্তি থাকে, এই ক্ষেত্রে ছিল না তা-ও।