Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ইরাকে অপহৃত শ্রমিকদের হত্যা সম্পর্কে নিশ্চিত নয় ভারত

ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়কে নিয়ে এখনও আশা হারাতে নারাজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হাতে অপহৃত ভারতীয়দের হত্যার খবর তিনি পেলেও এখনও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৪ ২১:৩৩
Share: Save:

ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়কে নিয়ে এখনও আশা হারাতে নারাজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হাতে অপহৃত ভারতীয়দের হত্যার খবর তিনি পেলেও এখনও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইরাকে আইএস-এর অভিযান শুরু হলে সেখানে নানা জায়গায় কর্মরত ভারতীয়রা আটকে পড়েন। যেমন, তিকরিতের একটি হাসপাতালে কর্মরত ৪৬ জন ভারতীয় নার্স এবং মসুলে ৪০ জন ভারতীয় শ্রমিক। ভারত সরকারের উদ্যোগে একে একে প্রায় কয়েক হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়। আইএস জঙ্গিদের হাতে বন্দি হয়েও ফিরে আসেন ৪৬ জন ভারতীয় নার্স। কিন্তু মসুলের অপহৃত শ্রমিকদের কোনও খোঁজ পাওয়া যায়নি। এই নিয়ে অপহৃত শ্রমিকদের পরিবার বার বার ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে। বিদেশমন্ত্রী একাধিক বার এদের সঙ্গে দেখাও করেছেন। নানা সময়ে এই শ্রমিকদের নিয়ে নানা খবর এলেও কোনটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এই নিখোঁজ শ্রমিকদের এক জন হরজিৎ সিংহ। তিনি আইএস জঙ্গিদের কবল থেক পালিয়ে আসেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, আইএস জঙ্গিরা বাকি ৩৯ জন ভারতীয় শ্রমিককে হত্যা করেছেন। এ দিন রাজ্যসভায় বেশ কয়েক জন সদস্য এই সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে বিদেশমন্ত্রী জানান, তিনি হরজিৎ-এর খবরটি জানেন। তবে অন্য বেশ কয়েকটি সূত্র মারফত এই অপহৃত শ্রমিকদের সম্পর্কে খবর নেওয়া হচ্ছে। সেই সব সূত্র এখনও হত্যার খবর নিশ্চিত করেনি। শ্রমিকরা বেঁচে আছেন বলে এখনও ভারত সরকারের হাতে ছ’টি সূত্র থেকে লিখিত তথ্য রয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। হত্যার খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত না-হওয়া পর্যন্ত সব উপায়ে অপহৃত শ্রমিকদের খোঁজ নেওয়ার কাজ চলবে বলে সুষমা স্বরাজ আশ্বাস দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE