Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কাশ্মীরে জঙ্গি হামলা, হত পঞ্চায়েত প্রধান

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৪ ১৮:১২
Share: Save:

লোকসভা নির্বাচন ঘোষণার পর কাশ্মীরে প্রথম রাজনৈতিক হিংসার বলি হলেন এক পঞ্চায়েত প্রধান (সরপঞ্চ)। বৃহস্পতিবার গভীর রাতে পুলওয়ামা জেলার সরপঞ্চ মহম্মদ আমিন পন্ডিতকে গুলি করে খুন করে এক দল অজ্ঞাতপরিচয় জঙ্গি।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ সরপঞ্চকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় এক দল জঙ্গি। এর পর তাঁকে গুলি করে হত্যা করে তারা। আগামী ২৪ এপ্রিল অনন্তনাগ লোকসভা কেন্দ্রের এই জেলায় ভোট। তার আগে এরকম একটি ঘটনা এলাকায় আতঙ্ক বাড়িয়েছে। এখনও পর্যন্ত এই হত্যার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠনই। ঘটনার কথা স্বীকার করে অল জম্মু-কাশ্মীর পঞ্চায়েত কনফারেন্স জানিয়েছে, লোকসভা নির্বাচনের মধ্যে সরপঞ্চ হত্যার ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর আগেও গত রবিবার শাসকদল ন্যাশনাল কনফারেন্সের এক যুব নেতার বাড়িতেও হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় দুই পুলিশকর্মী-সহ দুই জঙ্গির মৃত্যু হয়। নির্বাচন চলাকালীন পরপর এই হামলা চিন্তা বাড়িয়েছে নির্বাচন কমিশনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE