Advertisement
০৮ মে ২০২৪

কল্যাণীতে ব্যাঙ্কে ডাকাতি, লুঠ ৪৭ লক্ষ টাকা

পুরভোটের ফল প্রকাশের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সকালে ব্যাঙ্ক ডাকাতি হল নদিয়ার কল্যাণীতে। গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে ৪৭ লক্ষ টাকা লুঠ করে পালাল এক দল সশস্ত্র ডাকাত। এ দিন সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে কল্যাণী থানা থেকে সামান্য দূরে এলাহাবাদ ব্যাঙ্কের একটি শাখায়।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৫০
Share: Save:

পুরভোটের ফল প্রকাশের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সকালে ব্যাঙ্ক ডাকাতি হল নদিয়ার কল্যাণীতে। গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে ৪৭ লক্ষ টাকা লুঠ করে পালাল এক দল সশস্ত্র ডাকাত। এ দিন সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে কল্যাণী থানা থেকে সামান্য দূরে এলাহাবাদ ব্যাঙ্কের একটি শাখায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ব্যাঙ্কের কাজ যখন শুরু হয়, তখন সেখানে ম্যানেজার, ক্যাশিয়ার, সাফাইকর্মী ছাড়াও হাজির ছিলেন দু’-চার জন গ্রাহক। ডাকাতরাও ব্যাঙ্কে ঢোকে গ্রাহক সেজে। তাদের মধ্যে দু’জন দাঁড়িয়ে থাকে মূল দরজার বাইরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা প্রথমেই গ্রাহকদের হুঁশিয়ারি দেয়, তাদের কথা শুনলে কারও কোনও ক্ষতি করা হবে না। পাশাপাশি, মোবাইল বন্ধ করে তাদের কাছে জমা দিতে বলা হয়। গ্রাহকেরা মোবাইল ফোন জমা দিলে সেগুলোর ব্যাটারি খুলে ফেলে তারা। এর পরে মাথার উপরে হাত তুলে গ্রাহক এবং ব্যাঙ্ককর্মীদের মেঝেতে বসতে বলা হয়। সেই মতো মেঝেতে বসেও পড়েন সবাই। এর মধ্যে ব্যাঙ্কের সিসিটিভিও অকেজো করে দেয় দুষ্কৃতীরা। তার পরে তারা ব্যাঙ্ক ম্যানেজার সদানন্দ সাউয়ের কাছ থেকে ভল্টের চাবি কেড়ে নেয়। সেখান থেকে সব টাকা বের করে একটা ব্যাগে ভরে ফেলে তারা। পরে ম্যানেজার এবং কর্মী-সহ গ্রাহকদের ব্যাঙ্কে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে পালায় ডাকাতরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গোটা ঘটনাটি ঘটতে মিনিট দশেকের বেশি সময় লাগেনি। অন্য গ্রাহকেরা এসে দেখেন, ব্যাঙ্কের দরজা বন্ধ। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে সবাইকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE