Advertisement
১৬ মে ২০২৪

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি

দেড় দশকের কংগ্রেস-এনসিপি জোট ভেঙে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হল মহারাষ্ট্রে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশের পরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। রবিবার এ কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র। মন্ত্রক সূত্রে খবর, শনিবার এ বিষয়ে একটি বৈঠক ডাকে কেন্ত্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের জন্য অনুপস্থিত থাকায় বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫২
Share: Save:

দেড় দশকের কংগ্রেস-এনসিপি জোট ভেঙে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হল মহারাষ্ট্রে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশের পরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। রবিবার এ কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র।

মন্ত্রক সূত্রে খবর, শনিবার এ বিষয়ে একটি বৈঠক ডাকে কেন্ত্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের জন্য অনুপস্থিত থাকায় বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

১৫ অক্টোবর বিধানসভা নির্বাচনের আগে মরাঠা রাজনীতিতে জোট-সমীকরণ পাল্টেছে অতি দ্রুত গতিতে। একদিকে যেমন বিজেপি-শিবসেনার আড়াই দশকের জোট ভেঙে গিয়েছে, অন্য দিকে আলাদা হয়েছে ১৫ বছর ধরে মহারাষ্ট্রে সরকার চালানো কংগ্রেস-এনসিপি জোট। রাজ্যে আসন্ন নির্বাচনে তাদের জোটসঙ্গীর সঙ্গে বিধানসভার ২৮৮টি আসনের সমান সংখ্যক বণ্টনের দাবি করেছিল শরদ পওয়ারের এনসিপি। এ ছাড়া, ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রিত্বের ভারও কংগ্রেসের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিল এনসিপি। কিন্তু এর কোনও দাবিই মেনে নেয়নি কংগ্রেস। এর ফলে গত বৃহস্পতিবার জোট থেকে সরে আসে এনসিপি। শুক্রবার ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ। রাজ্যপাল সি ভি রাও ইস্তফাপত্র গ্রহণ করার পরেই রাজ্যে জল্পনা শুরু হয়, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে, না তদারকি সরকার চালাবেন পৃথ্বীরাজ চহ্বাণ? রবিবার সব জল্পনায় ইতি টেনে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনই জারি হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

maharastra president rule
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE