Advertisement
০৫ মে ২০২৪

সংসদের যৌথ অধিবেশনে ভাষণ রাষ্ট্রপতির

সংসদের যৌথ অধিবেশনে অভিবাদন গ্রহণ করছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ছবি: পিটিআই।

সংসদের যৌথ অধিবেশনে অভিবাদন গ্রহণ করছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৪ ১৩:১৬
Share: Save:

সংসদের যৌথ অধিবেশনে সোমবার ভাষণ দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ষোড়শ লোকসভার লক্ষ্য কী হবে, সে বিষয়ে তিনি উভয় কক্ষের সদস্যদের সামনে এ দিন ভাষণ দেন।

তিনি যা বলেছেন:

• নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন হওয়াটা যথেষ্ট স্বস্তির বিষয়।

• নির্বাচন কমিশনকে ধন্যবাদ।

• লোকসভার নবনির্বাচিত স্পিকারকে ধন্যবাদ জানাই।

• এ বারের নির্বাচন গণতান্ত্রিক পরিবর্তনের ঘুরে দাঁড়ানোর মুহূর্তকে চিহ্নিত করেছে।

• নির্বাচন প্রক্রিয়ার সময় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

• উন্নয়ন এবং ভাল প্রশাসনকে তুলে ধরতে জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে এ বারের নির্বাচনে মানুষ ভোট দিয়েছেন।

• স্থায়ী, শক্তিশালী এবং আধুনিক ভারত গড়ার জনাদেশ দেওয়ায় নাগরিকদের ভূমিকা প্রশংসনীয়... এক ভারত, শ্রেষ্ঠ ভারত।

• এই জনাদেশকে মর্যাদা দিতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সক্রিয় যোগদানের মাধ্যমেই একমাত্র সেটা করে তোলা সম্ভব।

• এই সরকারের একটিই মন্ত্র— ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স।’

• গরিবের প্রতি দায়বদ্ধ থাকবে এই সরকার। গরিবি হঠাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

• নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে সব রকমের প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

• কালোবাজারি রুখতে পদক্ষেপ করা হবে।

• দেশে এ বার বৃষ্টি কম হয়েছে, সরকার সে বিষয়ে সতর্ক। প্রয়োজন মতো পরিকল্পনা করা হবে।

• পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ জীবনের মানোন্নয়ন করতে এই সরকার দায়বদ্ধ।

• জাতীয় জমি ব্যবহার নীতি গ্রহণ করবে এই সরকার।

• জলের প্রতিটি ফোঁটা মূল্যবান। আমার সরকার জল সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে। বৃষ্টির জল ধরে রেখে জল সংরক্ষণের মতো বিষয়কেও গুরুত্ব দেওয়া হবে।

• ভারতীয় সভ্যতা বিশ্বের অন্যতম পুরনো। শুধু তাই নয়, এই মুহূর্তে জনসংখ্যার নিরিখে আমাদের দেশে যুব সম্প্রদায়ের সংখ্যা সব চেয়ে বেশি। তাদের লালন এবং দক্ষ করে তুলতে সঠিক দিশা দেখাতে হবে।

• প্রত্যেক রাজ্যে আইআইটি এবং আইআইএম গড়ে তোলা হবে।

• প্রথাগত শিক্ষা এবং দক্ষতা গড়ে তোলার মধ্যে কোনও প্রতিবন্ধকতা রাখা হবে না।

• শিশু-কিশোর-যুবকদের মানসিক বিনোদন প্রয়োজন। সেই উদ্দেশ্যে এই সরকার ‘ন্যাশনাল স্পোর্টস ট্যালেন্ট রিকগনিশন প্রোগ্রাম’-এর আয়োজন করবে।

• নারী নিগ্রহের মতো ঘটনাকে প্রশ্রয় দেবে না সরকার।

• সংশ্লিষ্ট রাজ্যের সমস্যার উপর নির্ভর করে তৈরি হবে রাজ্যভিত্তিক উন্নয়নের মডেল।

• সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

• স্বচ্ছ ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে এবং দুর্নীতির মোকাবিলা করতে লোকপাল কার্যকরী করতে প্রতিশ্রুতিবদ্ধ এই সরকার।

• নাগরিকদের সুবিধার্থে এবং দুর্নীতি কমাতে বিভিন্ন সরকারি পদ্ধতিকে পরিবর্তিত করা হবে।

• বিদেশ থেকে কালো টাকা উদ্ধারে বিশেষ জোর দেওয়া হবে।

• পড়ে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে বিচার ব্যবস্থার সংস্কার করা হবে। বিচারপতিদের শূন্য পদে দ্রুত নিয়োগ।

• উত্তর-পূর্ব ভারতে অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা।

• জাতীয় ‘ই-গভর্ন্যান্স’ প্রকল্প চালু করা হবে।

• কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে।

• জিডিপি ৫ শতাংশের নীচে নেমে গিয়েছে। মুদ্রাস্ফীতিও এমন একটা পর্যায়ে যা গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতি সামাল দিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

• পর্যটনকে সামনে রেখে কর্মসংস্থান বাড়াতে হবে।

• ব্যবসাকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিতে সরকার সংস্কারের পথে হাঁটবে।

• বিনিয়োগ মাধ্যমের উপর ভিত্তি করে নতুন কর কাঠামো তৈরি করা হবে।

• রেলে হীরক চতুর্ভুজ প্রকল্পের পরিকল্পনা।

• যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে তৈরি করা হবে কম খরচের বিমানবন্দর।

• আন্তর্জাতিক ‘সিভিল নিউক্লিয়ার’ চুক্তি কার্যকর করা হবে।

• গঙ্গাকে দূষণমুক্ত করতে বদ্ধপরিকর সরকার।

• বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে জোর দেওয়া হবে।

• সশস্ত্র বাহিনীর জন্য দেশ গর্বিত। তাদের আরও আধুনিকীকরণে গুরুত্ব দেওয়া হবে।

• কার্যকর করা হবে নতুন বিদেশ নীতি।

• পাঁচটি ‘টি’-এর উপর গুরুত্ব দেওয়া হবে— ট্র্যাডিশন, ট্যালেন্ট, ট্যুরিজম, ট্রেড এবং টেকনোলজি।

• সমৃদ্ধ ভারত গড়ার লক্ষেই মিলেছে এ বারের জনাদেশ। দেশবাসী দেখতে চায় নতুন ভারত। আগামী পাঁচ বছরে আমরা সেই ভারত গড়তে চাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE