Advertisement
১০ মে ২০২৪

মমতাই ফিরছেন, ইঙ্গিত ভোট পরবর্তী সমীক্ষার

ভিন্‌ রাজ্যের নির্বাচন মিটতেই সোমবার সন্ধ্যায় ভোট পরবর্তী সমীক্ষার ফল প্রকাশ্যে এসেছে। এ রাজ্যের ক্ষেত্রে সব সংস্থাই শাসক দল তৃণমূলকে এগিয়ে রেখেছে। কোনও সংস্থা ম্যাজিক সংখ্যা ১৪৮-এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে অনেকটা এগিয়ে রেথেছে, কেউ কেউ আবার কিছুটা কম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১৭:০৮
Share: Save:

ভিন্‌ রাজ্যের নির্বাচন মিটতেই সোমবার সন্ধ্যায় ভোট পরবর্তী সমীক্ষার ফল প্রকাশ্যে এসেছে। এ রাজ্যের ক্ষেত্রে সব সংস্থাই শাসক দল তৃণমূলকে এগিয়ে রেখেছে। কোনও সংস্থা ম্যাজিক সংখ্যা ১৪৮-এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে অনেকটা এগিয়ে রেথেছে, কেউ কেউ আবার কিছুটা কম। তবে ১৬০-এর নীচে কেউ নামেনি। এবিপি আনন্দ-নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী যেমন তৃণমূলের ১৬৩টি আসন পাওয়ার সম্ভাবনা। আবার ইন্ডিয়া টুডে-র সমীক্ষায় প্রায় ২৫০টি আসন পেতে চলেছে তৃণমূল। টাইমস নাও বা ইন্ডিয়া টিভির সমীক্ষা অনুযায়ী ১৬৩টি আসন পাওয়ার সম্ভাবনা তৃণমূলের। অন্য দিকে, বাম-কংগ্রেস জোট ১২০-র কাছাকাছি আসন পেতে পারে বলে সমীক্ষায় বলা হয়েছে। ইন্ডিয়া টুডে-র হিসেবে যদিও ৫০টি আসনও জোট পাচ্ছে না। শতাংশের হিসেবেও তৃণমূল জোটের থেকে কয়েক শতাংশ এগিয়ে বলে জানিয়েছে ওই সংস্থাগুলি। ১৯৬৭ সালের পর এই প্রথম কোনও শাসক দল জোটসঙ্গী ছাড়া একাই ভোটে লড়েছিল। নীচের সারণিতে দেখে নিন কোন সংস্থা কী বলছে—

১৬৩

১২৬

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE