Advertisement
০৯ মে ২০২৪

অনুপম খেরের ভিসা বাতিল করল পাকিস্তান

করাচি সাহিত্য উত্সবে অন্যতম আমন্ত্রিত অতিথি ছিলেন অনুপম খের। কিন্তু তাঁকে ভিসা দিতে অস্বীকার করল পাকিস্তান সরকার। ফলে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই উত্সবে অনুপমের উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়ল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৯
Share: Save:

করাচি সাহিত্য উত্সবে অন্যতম আমন্ত্রিত অতিথি ছিলেন অনুপম খের। কিন্তু তাঁকে ভিসা দিতে অস্বীকার করল পাকিস্তান সরকার। ফলে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই উত্সবে অনুপমের উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়ল।

পাক সরকারের এই সিদ্ধান্তে মর্মাহত পদ্মভূষণ প্রাপ্ত এই অভিনেতা। অনুপমের কথায়, “মোট ১৮ জন ভিসার জন্য আবেদন করেছিল। একমাত্র আমার ক্ষেত্রেই বাতিল করা হল আবেদন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মর্মাহত। ”

যদিও পাক হাই কমিশনের দাবি, ভিসার জন্য কখনও কোনও আবেদনই করেননি অনুপম খের। সম্প্রতি এক সাক্ষাত্কারে অসহিষ্ণুতা বিতর্ককে আরও উস্কে দিয়েছেন অভিনেতা। তিনি বলেন, “প্রত্যেকেই এখন তাঁদের পেশায় ভয়ে দিন কাটান। এমনকি নিজেকে এখন হিন্দু বলে পরিচয় দিতেও আমার ভয় করে।” এর সঙ্গে তিনি আরও বলেন, “কপালে তিলক লাগাতে বা গেরুয়া কাপড় পড়তেও আজকাল ভয় করে। কারণ, এর পেছনেও আজকাল অন্য কারণ ভেবে নিতে পারে। আমাকে আরএসএস বা বিজেপির সমর্থকও ভেবে নিওয়া হতে পারে।”

বলিউডের প্রবীন অভিনেতা সম্প্রতি পদ্ম পুরস্কার পেয়েছেন এবং তা নিয়েও কেউ কেউ তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। অনেকেই মনে করছেন, অনুপমের জবাব সেই কটাক্ষেরই উত্তর হয়তো। তবে তাঁর এই মন্তব্যে দেশের নানা মহলে বিতর্কের ঝড় তুলে দিয়েছে।

আরও পড়ুন

‘অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং’ বলে বিতর্কে অনুপম খের

অনুপম স্যর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan Anupam Kher bollywood entertainment news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE