Advertisement
০৮ মে ২০২৪

নিবিড় স্বাস্থ্য বিধান প্রকল্পের কাজ দেখতে প্রতিনিধি দল

নিবিড় স্বাস্থ্য বিধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে এলেন আফ্রিকার তানজানিয়া সরকারের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার তানজানিয়ার প্রধানমন্ত্রীর দফতরের উচ্চ পদস্থ আধিকারিক-সহ ওই দেশের সরকারের জনস্বাস্থ্য, শিক্ষা দফতরের সচিব পর্যায়ের আধিকারিক মিলিয়ে ১৫ সদস্যের প্রতিনিধি দল নিবিড় স্বাস্থ্য বিধান প্রকল্পের কাজ দেখতে তমলুকের তাম্রলিপ্ত গুচ্ছ সমিতির অফিসে যান।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৪ ০২:৩৭
Share: Save:

নিবিড় স্বাস্থ্য বিধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে এলেন আফ্রিকার তানজানিয়া সরকারের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার তানজানিয়ার প্রধানমন্ত্রীর দফতরের উচ্চ পদস্থ আধিকারিক-সহ ওই দেশের সরকারের জনস্বাস্থ্য, শিক্ষা দফতরের সচিব পর্যায়ের আধিকারিক মিলিয়ে ১৫ সদস্যের প্রতিনিধি দল নিবিড় স্বাস্থ্য বিধান প্রকল্পের কাজ দেখতে তমলুকের তাম্রলিপ্ত গুচ্ছ সমিতির অফিসে যান। সেখানে স্বাস্থ্য বিধান প্রকল্পের কাজের বিষয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখার পর নন্দকুমার ব্লকের ব্যবত্তারহাট এলাকার আলাশুলি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধান কর্মসূচির কিভাবে রূপায়ণ হয়েছে, তাও পরিদর্শন করেন তাঁরা। ওই ব্লকের পদুমখানা গ্রামে গিয়ে স্বাস্থ্য বিধান প্রকল্পে শৌচাগার তৈরি, পানীয় জলের নলকূপ বসানো-সহ গ্রামবাসীরা দৈনন্দিন কিভাবে স্বাস্থ্যবিধি মেনে তা ব্যবহার করেন সে বিষয়ে তাঁরা খোঁজখবর নেন। এ দিন ওই প্রতিনিধিদল পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে দেখা করে এবিষয়ে আলোচনা করেন।

এ দিন ওই প্রতিনিধি দলের এক সদস্য জানান, ভারত সরকার যেভাবে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি নিয়ে আগামী ২০১৯ সালের মধ্যে তা রুপায়ণের লক্ষ্যমাত্রা নিয়েছে। একইভাবে, তাঁদের দেশেও এধরনের স্বাস্থ্য বিধান কর্মসূচি রুপায়ণ করার জন্য অভিজ্ঞতা লাভ করতেই তাঁরা এদেশের স্বাস্থ্য বিধান প্রকল্পের কাজ পরিদর্শন করতে এসেছেন। এ দিন জেলায় পরিদর্শনের সময় ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস বলেন, “নিবিড় স্বাস্থ্য বিধান প্রকল্পের কাজে আমাদের জেলা অগ্রণী হিসেবে থাকায় তানজানিয়া সরকারের ওই প্রতিনিধি দলটি জেলার গ্রামীণ এলাকায় স্বাস্থ্যবিধান কর্মসূচির রুপায়ণ নিয়ে বিস্তারিত খোঁজ নিয়েছেন। এবিষয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিজ্ঞতার কথাও তাঁরা শোনেন।” এ দিনি বিকেলেই ওই প্রতিনিধি দল অসমের গুয়াহাটিতে যাওয়ার জন্য কলকাতার উদ্দেশে রওনা হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tanzania delegation health projects tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE