Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শিশুমৃত্যুর খবর ঠিক নয়, জানালেন সচিব

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে শিশুমৃত্যু সংক্রান্ত যে-খবর ছড়াচ্ছে, তা অসত্য এবং বিভ্রান্তিমূলক বলে দাবি করলেন স্বাস্থ্যসচিব মলয় দে। বুধবার স্বাস্থ্য ভবনে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানান, রাজ্যের কোনও হাসপাতালেই এই মুহূর্তে শিশু-স্বাস্থ্য নিয়ে কোনও রকম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি। কলকাতার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল থেকে শুরু করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৪ ০২:৩৪
Share: Save:

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে শিশুমৃত্যু সংক্রান্ত যে-খবর ছড়াচ্ছে, তা অসত্য এবং বিভ্রান্তিমূলক বলে দাবি করলেন স্বাস্থ্যসচিব মলয় দে। বুধবার স্বাস্থ্য ভবনে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানান, রাজ্যের কোনও হাসপাতালেই এই মুহূর্তে শিশু-স্বাস্থ্য নিয়ে কোনও রকম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি। কলকাতার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল থেকে শুরু করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিক।

তা হলে শিশুমৃত্যুর খবর ছড়াচ্ছে কী ভাবে? সেটা যদি বিভ্রান্তিই হয়, সেই বিভ্রান্তি ছড়ানোর পিছনে কার কী উদ্দেশ্য কাজ করছে?

মলয়বাবু বলেন, “আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়। তবে এটা ঠিক যে, বিভ্রান্তি ছড়াচ্ছেই। এই নিয়ে বিচলিত না-হওয়ার জন্য আমরা সকলকে অনুরোধ করছি।”

বুধবার বিধানচন্দ্র রায় হাসপাতালে একাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর আসে। পরে কর্তৃপক্ষ জানান, এটা নেহাতই গুজব। এর আগে, চলতি সপ্তাহেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে সাত দিনে ১৩টি শিশুর মৃত্যু হয়। সংক্রমণই এই মৃত্যুর কারণ বলে হাসপাতাল-কর্তারা প্রাথমিক ভাবে স্বীকারও করে নেন।

এ দিন কিন্তু স্বাস্থ্যকর্তারা দাবি করেন, কোথাওই অস্বাভাবিক শিশুমৃত্যু হয়নি। স্বাস্থ্যকর্তারা জানান, কোন হাসপাতালে দিনে কত শিশু ভর্তি হয়, তার উপরে মৃত্যুহারের অস্বাভাবিকতা নির্ভর করে। তবে সাধারণ ভাবে কোনও হাসপাতালে একই দিনে পাঁচটির বেশি শিশুর মৃত্যু হলে সেটা স্বাস্থ্য ভবনে এসএমএস মারফত জানানো হয়। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ স্থির করেন স্বাস্থ্যকর্তারা। গত এক সপ্তাহের মধ্যে রাজ্যের কোথাওই এক দিনে বেশি সংখ্যক শিশু মারা যায়নি। এই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত কয়েক দিনে বিভিন্ন হাসপাতাল থেকে শিশুমৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন নিজে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন। ভোটের বাজারে এই ধরনের খবর যে তাঁদের পক্ষে সমস্যা ডেকে আনতে পারে, সেটা আঁচ করেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে এ ব্যাপারে স্বাস্থ্যসচিবকে কথা বলার নির্দেশ দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

child death rumour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE