Advertisement
১১ মে ২০২৪

অনুপস্থিত চিকিৎসক, ক্ষোভ

অস্থি বিশেষজ্ঞের অনুপস্থিতিতে সরকারি স্তরে আয়োজিত মেডিক্যাল বোর্ড কর্মসূচী বাতিলের প্রতিবাদে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন প্রতিবন্ধীরা। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালের ঘটনা। এদিন সকাল ১০টা থেকে মেডিক্যাল বোর্ড বসিয়ে জেলার প্রতিবন্ধীদের পরীক্ষা করে শংসাপত্র দেওয়ার কর্মসূচি আগে থেকেই নির্ধারিত ছিল।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০২:৩৩
Share: Save:

অস্থি বিশেষজ্ঞের অনুপস্থিতিতে সরকারি স্তরে আয়োজিত মেডিক্যাল বোর্ড কর্মসূচী বাতিলের প্রতিবাদে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন প্রতিবন্ধীরা। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালের ঘটনা।

এদিন সকাল ১০টা থেকে মেডিক্যাল বোর্ড বসিয়ে জেলার প্রতিবন্ধীদের পরীক্ষা করে শংসাপত্র দেওয়ার কর্মসূচি আগে থেকেই নির্ধারিত ছিল। সকাল থেকেই দূরের ব্লক থেকে প্রতিবন্ধীরা বালুরঘাটে এসে নির্ধারিত হাসপাতাল সুপারের ঘরের সামনে জড়ো হতে থাকেন। চক্ষু, শল্য থেকে অন্য বিভাগের চিকিৎসকেরা থাকলেও অস্থি বিশেষজ্ঞের অনুপস্থিতির কারণে বোর্ড বাতিল হয়ে যায় বলে অভিযোগ। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পর হাসপাতালের তরফে লাইনে দাঁড়ানো শ’খানেক প্রতিবন্ধী রোগীকে অস্থি বিশেষজ্ঞের অনুপস্থিতির কথা জানিয়ে মেডিক্যাল বোর্ড বাতিল বলে ঘোষণা করা হলে তুমুল ক্ষোভ দেখা দেয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার রঞ্জন মুস্তাফি বলেন, ‘‘আদালতে মামলার সাক্ষী থাকায় ওই চিকিৎসক এ দিন ডিউটি থেকে ছুটি নেন। ফলে ওই বোর্ড বাতিল করতে হয়।’’

এরপরই অপেক্ষাকৃত প্রতিবন্ধীরা তুমুল প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, মামলার সাক্ষী আছে বলে প্রতিবারই ওই অস্থি বিশেষজ্ঞের অনুপস্থিতির অজুহাত দেখানো হয়। অথচ ওই চিকিতসক প্রতি শুক্রবার গঙ্গারামপুরে একটি বেসরকারি কেন্দ্রে প্রাইভেটে রাত পর্যন্ত রোগী দেখেন বলে বিক্ষোভকারীরা তদন্তের দাবিতে সরব হন। এরকম ভাবে বিভিন্ন চিকিৎসকের অনুপস্থিতির কারণ দেখিয়ে গত তিনমাস যাবত হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বোর্ড বসাচ্ছেন না বলে প্রতিবন্ধীদের অভিযোগ। তাঁদের ক্ষোভ, ‘‘কুশমণ্ডি থেকে হরিরামপুরের মতো জায়গা থেকে প্রতিবন্ধী মানুষ বহু কষ্ট ও সমস্যা সহ্য করে মাসের পর মাস বালুরঘাট হাসপাতাল থেকে ঘুরে হয়রান হচ্ছেন।’’ হাসপাতালের অস্থি চিকিৎসক ফোন ধরেননি। তবে রোগীদের ক্ষোভ, সংশ্লিষ্ট বেসরকারি কেন্দ্রে টেলিফোন করে জানা যায় এ দিন গঙ্গারামপুরে উপস্থিত থেকে ওই চিকিৎসক রোগী দেখছেন। প্রতি শুক্রবার করেই ওই অস্থি বিশেষজ্ঞের হাসপাতালের বর্হিবিভাগে ডিউটি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে গরহাজির থাকেন বলে অভিযোগ রোগীদের।

প্রতিবন্ধীদের অভিযোগের ব্যাপারে জেনে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘ওই চিকিৎসক মিথ্যা অজুহাত দিয়ে হাসপাতালের আউটডোর ডিউটি না করে অন্যত্র প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE