Advertisement
০৭ মে ২০২৪

টুকরো খবর

‘এ্যাকুইট এনসেফ্যালাইটিস সিন্ড্রোম’-এ আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মহম্মদ সাইবুর রহমান (৫৭)। বাড়ি সামশেরগঞ্জের দোগাছি গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রের খবর, দিন কুড়ি আগে জ্বরে আক্রান্ত হন সাইবুর।

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৪ ০১:২৮
Share: Save:

এনসেফ্যালাইটিসে মৃত্যু সামশেরগঞ্জে

নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ

‘এ্যাকুইট এনসেফ্যালাইটিস সিন্ড্রোম’-এ আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মহম্মদ সাইবুর রহমান (৫৭)। বাড়ি সামশেরগঞ্জের দোগাছি গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রের খবর, দিন কুড়ি আগে জ্বরে আক্রান্ত হন সাইবুর। সেই সঙ্গে প্রচণ্ড খিঁচুনি। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। খবর পেয়ে অনুপ নগর স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেই মতো ১২ অগস্ট তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয় (রেজিস্ট্রেশন নম্বর ৪২১৪৩)। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় ‘রেফার’ করেন চিকিৎসকরা। মৃতের ছেলে মোস্তাফিজুর রহমান জানান,শেষ পর্যন্ত তাঁকে কলকাতার দিলখুশা স্ট্রিটের একটি বেসরকারি নার্সিং হোমে ১৮ অগস্ট বিকেলে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। নার্সিং হোমের চিকিৎসক রাহুল ভট্টাচার্য্য জানান, “এ্যাকুইট এনসেফ্যালাইটিস সিন্ড্রোম’-এ মৃত্যু হয়েছে তাঁর। ডেথ সার্টিফিকেটেও তাই লেখা হয়। ‘এ্যাকুইট এনসেফ্যালাইটিস সিন্ড্রোম’-এ মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবারই দোগাছিতে যান সামশেরগঞ্জ ব্লকের স্বাস্থ্য-কর্মীরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক সজল পণ্ডিত বলেন, ‘‘যেহেতু ‘এ্যাকুইট এনসেফ্যালাইটিস সিন্ড্রোম’-এ ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে, তাই ওই এলাকায় বাড়তি নজর দিতে বলা হয়েছে স্বাস্থ্য-কর্মীদের।” বৃহস্পতিবার অবশ্য স্বাস্থ্য-কর্মীরা সেখানে ঘুরে জ্বর, খিঁচুনি ইত্যাদি উপসর্গের কোনও আক্রান্তের খোঁজ পাননি। মৃতের পরিবারের অনেকেই দোগাছিতে থাকেন। তাঁদের মধ্যেও কেউ ওই জ্বরে আক্রান্ত হননি।

পরিষেবা উন্নয়নে

সরকারি হাসপাতালে সহকারী সুপারের সংখ্যা বাড়িয়ে কাজের দায়িত্ব নির্দিষ্ট করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। প্রথম দফায় কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে এই সিদ্ধান্ত কার্যকর হবে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, হাসপাতালগুলিতে রোগীর বিপুল চাপের জন্য সমস্যা হয়। রোগীর পথ্য, বিছানা পরিষ্কার, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার মতো বিষয়গুলিতে দায় এড়ানোর প্রবণতা বেশি বলে অভিযোগ। এ বার তাই সহকারি সুপারদের সে দায়িত্ব দেওয়া হবে।

নয়া স্বীকৃতি

কম্পিউটারের সাহায্যে হাঁটু প্রতিস্থাপনে মধ্য কলকাতার একটি নার্সিংহোমকে আন্তর্জাতিক উত্‌কর্ষকেন্দ্রের স্বীকৃতি দিল জার্মানির একটি চিকিত্‌সা সংস্থা। ইংল্যান্ডের চিকিত্‌সক ফ্রেডরিক পিকার্ড পিকার্ড বলেন, “আন্তর্জাতিক মানের সঙ্গে সাযুজ্য রেখেই এই চিকিত্‌সা মিলবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE