Advertisement
১৯ মে ২০২৪
National News

ভয়াবহ আগুন মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে

যাত্রীদের হুড়োহুড়ির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৬টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে ১৭টি জলের ট্যাঙ্কও। বান্দ্রা (পূর্ব) এবং স্টেশনের সংযোগকারী স্কাইওয়াকেও আগুন ধরে গিয়েছে বলে খবর।

ভয়াবহ আগুন লাগল বান্দ্রা স্টেশনে। ছবি: টুইটারের সৌজন্যে।

ভয়াবহ আগুন লাগল বান্দ্রা স্টেশনে। ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ১৭:৪৮
Share: Save:

বৃহস্পতিবার বিকেলে ব্যস্ত সময়ে তখন বান্দ্রা স্টেশনে যাত্রীদের ভিড়। হঠাৎই গুঞ্জন উঠল, আগুন! স্টেশনের পিছনে বস্তি থেকে তখন গলগল করে কালো ধোঁয়া বার হচ্ছে। সেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা স্টেশন চত্বর। ক্রমশ ধেয়ে আসছে আগুনের লেলিহান শিখা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ওভারব্রিজের একাংশ। আতঙ্ক আর চিৎকারে এক মুহূর্তে বদলে গেল চেনা স্টেশনের ছবি।

যাত্রীদের হুড়োহুড়ির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৬টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে ১৭টি জলের ট্যাঙ্কও। বান্দ্রা (পূর্ব) এবং স্টেশনের সংযোগকারী স্কাইওয়াকেও আগুন ধরে গিয়েছে বলে খবর। ঘটনার জেরে আন্ধেরি এবং ওয়াডালা ডিভিশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম রেলের মুখপাত্রের কথায়, ‘‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা আপ আর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছি।’’

আরও পড়ুন:

দুই যুবতীর জীবে প্রেমের মাশুল মার-শ্লীলতাহানি

আগরায় সুইস পর্যটক জুটির উপর নৃশংস হামলা, রিপোর্ট চাইলেন সুষমা

দমকল সূত্রে খবর, এ দিন বিকেল ৪টে নাগাদ বান্দ্রা স্টেশন সংলগ্ন বেহরমপাড়া বস্তিতে আগুন লাগে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। বস্তির সঙ্গে লাগোয়া স্টেশন চত্বর। ফলে খুব দ্রুত বস্তি থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন স্টেশনেও। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এক দমকলকর্মীর কথায়, ‘‘আগুন নেভানোর কাজ চলছে। ঘটনায় এক জন দমকলকর্মী আহত হয়েছেন।’’

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE