Advertisement
১৭ মে ২০২৪
Death

গভীর রাতে থানার ভিতরে পর পর চলল তিনটি গুলি! মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য

ঠিক কী কারণে ওই কনস্টেবল আত্মঘাতী হলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, পারিবারিক কোনও কারণে মানসিক চাপে ছিলেন। তাই নিজেকে শেষ করে দিয়েছেন ওই কনস্টেবল।

arrest

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ২০:৫৯
Share: Save:

থানার মধ্যে কর্তব্যরত এক কনস্টেবল আত্মঘাতী হলেন নয়াদিল্লিতে। শনিবার গভীর রাতের ঘটনা। একাধিক প্রতিবেদনে প্রকাশ, দিল্লি পুলিশের এক কনস্টেবল শাহদারা থানায় পাহারায় ছিলেন। নিজের সার্ভিস বন্দুক দিয়ে নিজেকেই নিশানা করে গুলি চালান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত কনস্টেবলের নাম মনজিৎ।

২০২২ সাল থেকে কর্মরত ছিলেন তিনি। শনিবার রাত আড়াইটে নাগাদ তিনটে গুলির শব্দ পান থানার পুলিশ আধিকারিক এবং কর্মীরা। তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। দেখেন ওই কনস্টেবল লুটিয়ে পড়ে আছেন মাটিতে। তাঁকে উদ্ধার করে গুরু তেজবাহাদুর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঠিক কী কারণে ওই কনস্টেবল আত্মঘাতী হলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, পারিবারিক কোনও কারণে মানসিক চাপে ছিলেন। তাই নিজেকে শেষ করে দিয়েছেন ওই কনস্টেবল। মৃত কনস্টেবলের ফোন কল হিস্ট্রি এবং মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Shoot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE