Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Mumbai

‘বিস্ফোরণে উড়িয়ে দেব মুম্বই’, টুইটারে হুমকি! অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিল পুলিশ

অভিযুক্তকে চিহ্নিত করার পর তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় মুম্বই পুলিশ। যদিও অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ্যে আনেননি পুলিশকর্তারা।

Image of Hotel Taj In Mumbai

জঙ্গিহানার সাক্ষী মুম্বইকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয়। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৪:১৬
Share: Save:

বিস্ফোরণ ঘটিয়ে শীঘ্রই গোটা মুম্বই শহরকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয় টুইটার ব্যবহারকারী। তবে পরিচয় গোপন করলেও তাঁকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে এমনই জানিয়েছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ১১টা নাগাদ ওই অভিযুক্ত টুইটারে হুমকি দেন, ‘‘বিস্ফোরণ ঘটিয়ে শীঘ্রই মুম্বই শহর উড়িয়ে দেব।’’ সমাজমাধ্যমে ওই হুমকিবার্তা দেখে তৎপর হয় মু্ম্বই পুলিশ। অভিযুক্তকে চিহ্নিত করার পর তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় তারা। যদিও অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ্যে আনেননি পুলিশকর্তারা।

সংবাদমাধ্যমের কাছে মুম্বই পুলিশের এক শীর্ষকর্তা বলেন, ‘‘অনলাইনে হুমকির ঘটনায় ধৃত ব্যক্তিকে হেফাজতে নেওয়ার পর জেরা করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE