Advertisement
১৭ মে ২০২৪
National News

ভারত-চিন যুদ্ধ হলে কেউ জিততে পারবে না: সতর্ক করলেন দলাই লামা

ভারত এবং চিন যদি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে, তা হলে কারওরই লাভ হবে না। কোনও দেশই এই যুদ্ধে জিততে পারবে না। সোমবার এমনই মন্তব্য করলেন দলাই লামা।

‘হিন্দি-চিনি ভাই ভাই’ একমাত্র পথ, আগেও বলেছিলেন দলাই লামা। এ দিন ফের দু’দেশকেই যুদ্ধের বিরুদ্ধে সতর্ক করলেন তিনি। ছবি: পিটিআই।

‘হিন্দি-চিনি ভাই ভাই’ একমাত্র পথ, আগেও বলেছিলেন দলাই লামা। এ দিন ফের দু’দেশকেই যুদ্ধের বিরুদ্ধে সতর্ক করলেন তিনি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১৯:০৬
Share: Save:

ফের শান্তির বার্তা দিলেন দলাই লামা। ভারত এবং চিন যেন পরস্পরের সঙ্গে যুদ্ধে না জড়ায়, কারণ সে যুদ্ধে কোনও পক্ষই জিততে পারবে না। সতর্কবার্তা শীর্ষ বৌদ্ধ ধর্মগুরুর। সোমবার মুম্বইয়ের এক কর্মসূচিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেছেন দলাই লামা। পরস্পরের প্রতিবেশী হিসেবে মিলেমিশে থাকতে হবে দুই বৃহৎ শক্তিকে, পরামর্শ বৌদ্ধ ধর্মগুরুর। এ দিন আবার তিনি মনে করিয়ে দিয়েছেন সেই পুরনো স্লোগান— ‘হিন্দি-চিনি ভাই ভাই’। বন্ধুত্বপূর্ণ সহাবস্থানই ভারত এবং চিনের সামনে একমাত্র পথ, মত দলাইয়ের।

আরও পড়ুন: রামদেবের দাড়ি টেনে ধরলেন দলাই লামা, তার পর?

‘‘বর্তমানে সীমান্তের যা পরিস্থিতি, তাতে ভারত বা চিন, কেউই কাউকে হারাতে পারবে না। দুই দেশই সামরিক ভাবে শক্তিশালী।’’ মন্তব্য দলাই লামার। সীমান্তে ছোটখাট ঘটনা ঘটতেই পারে, হয়তো গোলাগুলিও চলতে পারে, কিন্তু তার জন্য পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত হবে না এই দুই বৃহৎ শক্তির। এমনই পরামর্শ তিব্বতি ধর্মগুরুর।

আরও পড়ুন: দিল্লি বোঝাতে পারে পিয়ংইয়ংকে, বললেন মার্কিন সেনাকর্তা

চিন-ভারত সম্পর্কের উন্নতি ঘটানো যায় কোন পথে, সে প্রসঙ্গেও নিজের মত জানিয়েছেন দলাই লামা। ধর্মের বন্ধনেই এই দুই দেশ পরস্পরের সঙ্গে আবদ্ধ বলে বৌদ্ধ ধর্মগুরুর মত। দলাই লামার কথায়, ‘‘আমাদের বুঝতে হবে যে চিনের বৌদ্ধরা আসলে সেই ভারতীয় বৌদ্ধ ধর্মকেই অনুসরণ করছেন, যে ধর্ম নালন্দা থেকে এবং সংস্কৃত থেকে এসেছে।’’ দলাই লামা বলেন, ‘‘ভারতের উচিত চিনের মানুষের জন্য তীর্থযাত্রার ব্যবস্থা করা। তাঁরা বোধগয়ায় আসতে পারেন এবং মানসিক ভাবে ভারতের আরও কাছাকাছি আসতে পারেন।’’ তিব্বতি ধর্মগুরু এ দিন মনে করিয়ে দিয়েছেন, চিন কমিউনিস্ট দেশ ঠিকই। কিন্তু সেখানে বৌদ্ধ ধর্মের প্রসারও নেহাৎ কম নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE