Advertisement
০৩ মে ২০২৪
Nitin Gadkari

‘কংগ্রেসের এক্স-পোস্টে সম্মানহানি’, খড়্গে, জয়রামের ক্ষমাপ্রার্থনা চেয়ে গডকড়ীর আইনি নোটিস

ওই ভিডিয়ো ক্লিপটিতে গডকড়ীকে বলতে শোনা গিয়েছে, ‘‘গ্রাম দরিদ্র। শ্রমিক এবং কৃষকেরা অসুখী। গ্রামে ভাল রাস্তা নেই, পানীয় জল নেই, ভাল হাসপাতাল নেই, ভাল স্কুল নেই!’’

বাঁ দিক থেকে, মল্লিকার্জুন খড়্গে, জয়রাম রমেশ, নিতিন গডকড়ী।

বাঁ দিক থেকে, মল্লিকার্জুন খড়্গে, জয়রাম রমেশ, নিতিন গডকড়ী। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ০৯:২৭
Share: Save:

তাঁর সাক্ষাৎকারের ‘সম্পাদিত অংশবিশেষ’ সমাজমাধ্যমে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ পোস্ট করার অভিযোগ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং মুখপাত্র জয়রাম রমেশকে আইনি নোটিস পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী।

আইনি নোটিশে অভিযোগ আনা হয়েছে, কংগ্রেসের দলীয় এক্স হ্যান্ডলে প্রকাশ করা ১৯ সেকেন্ডের ওই সম্পাদিত ভিডিয়ো ক্লিপটি গডকড়ীর পক্ষে অবমাননাকর। গডকড়ীর আইনজীবী বলেন্দু শেখর জানিয়েছেন, একটি নিউজ পোর্টালে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া সাক্ষাৎকার থেকে ১৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘‘ভিডিয়ো ক্লিপটিতে কথোপকথনের প্রসঙ্গ এবং অর্থ বিকৃত করা হয়েছে।’’

বিভ্রান্তি তৈরি করা এবং সম্মানহানির উদ্দেশেই ওই ‘অপ্রাসঙ্গিক, বিচ্ছিন্ন এবং অর্থহীন’ ভিডিয়ো ক্লিপ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন গডকড়ীর আইনজীবী। জানিয়েছেন, তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে খড়্গে, জয়রামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। ওই ভিডিয়ো ক্লিপটিতে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য গডকড়ীকে বলতে শোনা গিয়েছে, ‘‘গ্রাম দরিদ্র। শ্রমিক এবং কৃষকেরা অসুখী। গ্রামে ভাল রাস্তা নেই, পানীয় জল নেই, ভাল হাসপাতাল নেই, ভাল স্কুল নেই!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE