Advertisement
০৬ মে ২০২৪

আলজিরিয়ায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত অন্তত ২৫৭

কী কারণে এমন দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এর আগে ২০১৪ সালে বিমান দু্র্ঘটনায় আলজেরিয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

আলজেরিয়ায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। ছবি: টুইটার।

আলজেরিয়ায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
আলজেয়ার্স শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ১৫:৪৩
Share: Save:

মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল আলজিরিয়ার বায়ুসেনার বিমান। আলজিরিয়ায় রাজধানী আলজেয়ার্স থেকে কিছুটা দূরে এই দুর্ঘটনায় অন্তত ২৫৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দু্র্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বিমানটির আলজিয়ার্সের বোইফেরিক বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তার আগেই বিপর্যয় ঘটে যায়।

আলজিরিয়ার টেলিভিশনে সম্প্রচার হওয়া ছবি অনুযায়ী, দুর্ঘটনাস্থল ঢেকে গিয়েছে প্রবল ধোঁয়ায়। গোটা এলাকা সামরিক বাহিনী ঘিরে রেখেছে। মনে করা হচ্ছে বিমানে যাঁরা ছিলেন, তাঁদের মধ্য হয়ত কেউই আর বেঁচে নেই। বিমানটিতে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অধিকাংশই সেনাকর্মী বলে জানা গিয়েছে।

কিন্তু কী কারণে এমন দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এর আগে ২০১৪ সালে বিমান দু্র্ঘটনায় আলজেরিয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: ভারতের ভোট নিয়ে যা করার করবই: জুকেরবার্গ

আরও পড়ুন: আপনিও কি খপ্পরে! জানাবে ফেসবুকই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE