Advertisement
০৭ মে ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, নতুন চমক মিঠুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ। তবে এই স্কোয়াডে চমক মহম্মদ মিঠুন । প্রায় একবছর দলের বাইরে ছিলেন মিঠুন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:০৯
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ। তবে এই স্কোয়াডে চমক মহম্মদ মিঠুন। প্রায় একবছর দলের বাইরে ছিলেন মিঠুন। ২০১৪ অগাস্টে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। পুরোপুরি ফিট না থাকায় দলে জায়গা পেলেন না রুবেল হোসেন।

৮ মার্চ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেদারল্যান্ডসের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি ও মোক্তার আলিকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। ২০১৪ সালে অনুষ্ঠিত টুয়েন্টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের ৮ জনের জায়গা হয়নি আসন্ন টুয়েন্টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে। জায়গা হারিয়েছেন জিয়াউর রহমান, সামছুর রহমান, সোহাগ গাজি, মুমিনুল হক, ফরহাদ রেজা, এনামুল হক বিজয়, আবদুর রাজ্জাক এবং রুবেল হোসেন।
টুয়েন্টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড- মাশরাফি বিন মোর্তাজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও হোমাম্মদ মিঠুন আলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

t20 bangladesh bangladesh cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE