Advertisement
১৯ মে ২০২৪
ASUS

প্রথম ৮ জিবি র‌্যামের ফোন নিয়ে এল আসুস

৮ জিবি র‌্যাম! তাও আবার স্মার্টফোনে! অবাক হলেও এটাই সত্যি। বাজারে এল আসুসের ৮ জিবি র‌্যামের স্মার্টফোন জেনফোন এআর। এই ফোনে থাকছে গুগল ডেভেলপিং প্ল্যাটফর্ম ট্যাঙ্গো এবং ডে ড্রিম সাপোর্ট। তাইওয়ানের এই সংস্থার দাবি, বিশ্বে প্রথম ৮ জিবি র‌্যামের ফোন আনল তারাই।

আসুস জেনফোন এআর

আসুস জেনফোন এআর

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ১৬:৫২
Share: Save:

৮ জিবি র‌্যাম! তাও আবার স্মার্টফোনে! অবাক হলেও এটাই সত্যি। বাজারে এল আসুসের ৮ জিবি র‌্যামের স্মার্টফোন জেনফোন এআর। এই ফোনে থাকছে গুগল ডেভেলপিং প্ল্যাটফর্ম ট্যাঙ্গো এবং ডে ড্রিম সাপোর্ট। তাইওয়ানের এই সংস্থার দাবি, বিশ্বে প্রথম ৮ জিবি র‌্যামের ফোন আনল তারাই।

আর কী কী থাকছে জেনফোন এআর-এ? ৫.৭০ ইঞ্চি ডিসপ্লে এবং কোয়াড কোর প্রসেসর ফিচার রয়েছে এই ফোনে। এছাড়াও থাকছে ৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ৮ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। জেনফোন এআর মডেলের রেজোলিউশন ১৪৪০x ২৫৬০ পিক্সেল। মোবাইলের অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড সেভেন। ব্যাটারির ক্ষমতা ৩৩০০ মিলি অ্যাম্পিয়ার প্রতি ঘণ্টা (এমএএইচ)। বাজারে এখন আসুসের জেনফোন এআর হল দ্বিতীয় মোবাইল ফোন যেটির ট্যাঙ্গো প্ল্যাটফর্ম রয়েছে। এর আগে লেনেভো নিয়ে এসেছিল ট্যাঙ্গো প্ল্যাটফর্মের ফোন। কিন্তু তাইওয়ানের সংস্থাটি আরও একধাপ এগিয়ে ট্যাঙ্গোর সঙ্গে ডে ড্রিম প্ল্যাটফর্মও নিয়ে এল। এতে ভার্চুয়াল রিয়েলিটিকে অন্যমাত্রায় অনুভব করবেন ইউজাররা। টেক বিশেষজ্ঞদের মতে, মোবাইলে গেম খেলতে যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য জেনফোন এআর আদর্শ। বুধবার জেনফোন এআর-এর সঙ্গে জেনফোন থ্রি জুম লঞ্চ করে আসুস। তবে জেনফোন এআর-এর সঠিক দাম এখনও জানা যায়নি।

আরও পড়ুন- স্মার্টফোন হারিয়ে গেছে? খুঁজে পেতে কী করবেন জেনে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

8GB RAM ASUS Asus ZenFone AR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE