Advertisement
১৭ মে ২০২৪
beard

Beard Dandruff: দাড়িতে খুশকি? কী করবেন, কী করবেন না

দাড়িতে খুশকির কথা শুনে অবাক হচ্ছেন? কিন্তু এমন সমস্যা অনেকেরই হয়। শীতকালের এই অস্বস্তি সামলাতে কী করবেন?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৩:১৬
Share: Save:

শীতকাল মানেই শুধু বড়দিনের কেক, রঙিন জ্যাকেট? তেমন তো নয়। সে সব আহ্লাদের সঙ্গে আছে কিছু মরসুমি ঝঞ্ঝাটও। যেমন ত্বক শুষ্ক হয়ে যাওয়া, খুশকির সমস্যা।

বাতাসে হিমেল ভাব দেখা দিতে না দিতেই ত্বক শুষ্ক হতে থাকে। তালুর ত্বক অতি শুষ্ক হয়ে খুশকির সমস্যা বাড়ে। ফলে এ সময়ে ত্বকের সঙ্গে চুলের যত্নও হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই খুশকির সমস্যা যদি দাড়িতেও দেখা দেয়? দাড়িতে খুশকির কথা শুনে অবাক হচ্ছেন? কিন্তু এমন সমস্যা অনেকেরই হয়। শীতকালের এই অস্বস্তি সামলাতে কী করবেন?

কয়েকটি কথা মেনে চললে এড়ানো যেতে পারে সমস্যা—

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) অতিরিক্ত ঠান্ডা বা বেশি গরম জল দিয়ে মুখ ধোবেন না। হাল্কা গরম জল দিয়ে রোজ ভাল ভাবে দাড়ি ধুতে হবে।

২) দাড়ি ধোয়ার জন্য ব্যবহার করতে হবে কোনও ফেসওয়াশ। স্নানের সাবান দাড়িতে দেবেন না।

৩) মুখ ধোয়ার পর রোজ ভাল ভাবে ময়শ্চারাইজার মাখতে হবে মুখে। এমনকি, দাড়ির উপর দিয়েও। তাতে ত্বক আর্দ্র থাকবে।

৪) কোনও সাধারণ ক্রিম দেবেন না দাড়িতে। দিনে দু’-তিন বার ময়শ্চারাইজারই দেবেন।

৫) দিনে এক বার অন্তত ভাল করে দাড়ি আঁচড়াবেন।

এ সবের পরও খুশকির সমস্যা থেকে গেলে কোনও চর্মরোগ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

beard Beard Care Tips Winter men
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE