Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Beauty Tips

ম্যাট লিপস্টিক ব্যবহার করলেই ঠোঁট ফেটে যায়? কোন উপায় নেবেন ঠোঁটের যত্ন?

কিছু সাজ আছে যেগুলির সঙ্গে ম্যাট লিপস্টিকই বেশি মানানসই হয়। বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়ঙ্কা চোপড়া সকলকেই দেখা যায় ম্যাট লিপস্টিকের সাজে! আপনারও কি ম্যাট লিপস্টিকই বেশি প্রিয়? কোন উপায় মেনে চললে দিনের পর দিন ম্যাট লিপস্টিক পরলেও ঠোঁট ফাটবে না?

ম্যাট লিপস্টিক ব্যবহারের সময় কোন নিয়ম মানলে ঠোঁট ফাটবে না?

ম্যাট লিপস্টিক ব্যবহারের সময় কোন নিয়ম মানলে ঠোঁট ফাটবে না? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ২১:০৬
Share: Save:

শীতকালে ঠোঁট ফাটার সমস্যা কমবেশি সকলেই হয়। তবে অনেকের গরমেও একই হাল হয়। ঠোঁট শুষ্ক ও প্রাণহীন হয়ে থাকে প্রায় সারা বছর। আবার নিয়মিত লিপস্টিক লাগানোর পর প্রায়ই ঠোঁট ফেটে যায় অনেকেরই। নিম্নমানের লিপস্টিক ব্যবহার করলে এমন সমস্যা হতেই পারে। তবে দামি ম্যাট লিপস্টিক লাগালেও ঠোঁট ফেটে যায়— এমন সমস্যারও ভুক্তভোগীও আছেন। ঠোঁট ফেটে ব্যথা হয় এবং ঠোঁট থেকে রক্তপাতও হয়। কেন এমনটা হয় জানেন?

লিপস্টিকের গুণমান কী এবং এতে কী কী জিনিস মেশানো হয়েছে, এটা জানা খুবই জরুরি। প্রতিটি লিপস্টিকে মোম, তেল এবং বিভিন্ন রকম পিগমেন্ট মেশানো হয়। ম্যাট লিপস্টিকে বেশি মোম, রঙের পরিমাণ বেশি থাকে এবং তেলের মাত্রা কম হয়, যার কারণে এটি দীর্ঘস্থায়ী হয়। তেল কম থাকায় অনেক সময় ঠোঁট শুষ্ক হয়ে যায়।

কিছু সাজ আছে যেগুলির সঙ্গে ম্যাট লিপস্টিকই বেশি মানানসই হয়। বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়ঙ্কা চোপড়া সকলকেই দেখা যায় ম্যাট লিপস্টিকের সাজে! আপনারও কি ম্যাট লিপস্টিকই বেশি প্রিয়? কোন উপায় মেনে চললে দিনের পর দিন ম্যাট লিপস্টিক পরলেও ঠোঁট ফাটবে না?

মুখের মতো লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে লিপ প্রাইমার লাগান।

মুখের মতো লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে লিপ প্রাইমার লাগান। ছবি: সংগৃহীত।

১) ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে লিপ বাম লাগিয়ে নিতে ভুলবেন না। লিপ বাম লাগালে ঠোঁটের ত্বক আর্দ্র থাকে এবং লিপস্টিক ব্যবহার করলে আমাদের ঠোঁট ফাটে না এবং উজ্জ্বলও থাকে।

২) মুখের মতো লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে লিপ প্রাইমার লাগান। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে আর ঠোঁটে ফাটবেও না।

৩) ঠোঁটের ত্বকের সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত, কারণ এটি খুব নরম। তাই ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি। এছাড়া ঠোঁটে নিয়ম করে নারকেল তেল লাগাতে পারেন, এতে ঠোঁট নরম আর মোলায়েম থাকে।

৪) এ ছাড়াও ঠোঁটের যত্ন নিতে সপ্তাহে দু’ থেকে তিন বার স্ক্রাব করতে ভুলবেন না। নারকেল তেল, ব্রাউন সুগার এবং মধু মিশিয়ে সেই স্ক্রাব তৈরি করতে পারেন। ব্রাউন সুগারের বদলে কফিও ব্যবহার করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beauty Tips Fashion Hacks
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE