Advertisement
০৫ মে ২০২৪

দীপাবলিতে মিষ্টি নয়, অফবিট উপহার দিন

দীপাবলিতে মিষ্টিই দিতে হবে, এমন সেকেলে ধ্যানধারণা বিলকুল ঝেড়ে ফেলুন। বদলে অন্য কিছু আকর্ষণীয় উপহার দিতেই পারেন। কেমন উপহার দেবেন, তার একটা গাইডলাইন রইল আপনাদের জন্য।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ১৬:০০
Share: Save:

বাজার ছেয়ে গিয়েছে রকমারি ইলেট্রনিক আলোর বাহারে। রংবেরঙের মোমবাতিও কিছু কম যায় না। ডিজাইনার মোমবাতিতে বাজার ছয়লাপ। অন্য দিকে, নানা ধরনের বাজির পসরা জানান দিচ্ছে, দীপাবলি চলে এসেছে। আলোর উৎসবে মেতে ওঠার দিন এক্কেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। দীপাবলির উপহার হিসেবে আত্মীয়-পরিজন থেকে শুরু করে চেনা মানুষদের প্রতি বার মিষ্টিই দিয়ে এসেছেন আপনি। আর উপহার হিসেবেও মিষ্টিলাভই হয়।

এ দিকে বয়স বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুগার লেভেলও। দীপাবলির দিনগুলিতে উপহারে পাওয়া মিষ্টি রেফ্রিজারেটরে ডাঁই হতে থাকে। তবে শেষ পর্যন্ত তার স্থান হয় সেই ডাস্টবিন। তাই এ বার একটু অন্য ভাবে ভাবতেই পারেন। দীপাবলিতে মিষ্টিই দিতে হবে, এমন সেকেলে ধ্যানধারণা বিলকুল ঝেড়ে ফেলুন। বদলে অন্য কিছু আকর্ষণীয় উপহার দিতেই পারেন। কেমন উপহার দেবেন, তার একটা গাইডলাইন রইল আপনাদের জন্য।

ছবি: গেটিইমেজেস।

আরও পড়ুন: একঘেয়ে এগ-টোস্ট নয়, মুখবদলে ৬ হেলদি ব্রেকফাস্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diwali Innovative Gift Ideas Offbeat Gift Plan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE