Advertisement
২৬ এপ্রিল ২০২৪

২০ বছর বয়স কমাবে ‘মিরাকল’ ড্রাগ!

বাঁচতে কে না চায়! বাহ্যিক বার্ধক্য আটকানোর তো বাজার চলতি হাজারও উপায় রয়েছে। কিন্তু কোনও মিরাকল ছাড়া আদপে বার্ধক্য কি আটকানো সম্ভব! আমেরিকার ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সবুজ সঙ্কেত দিয়েছে।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ১২:৩১
Share: Save:

বাঁচতে কে না চায়! বাহ্যিক বার্ধক্য আটকানোর তো বাজার চলতি হাজারও উপায় রয়েছে। কিন্তু কোনও মিরাকল ছাড়া আদপে বার্ধক্য কি আটকানো সম্ভব! আমেরিকার ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সবুজ সঙ্কেত দিয়েছে।

তা-ও এমন একটা ওষুধের উপর যা ডায়াবেটিস রোধ করে। মেটফরমিন। এই ওষুধটিই চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। আমেরিকার এফডিএ-র বিজ্ঞানীরা জানান, ডায়াবেটিস রোগীদের জন্যই ওষুধটি তৈরি করা হয়। পরে দেখা যায় রোগীদের উপর আশ্চর্য কাজ করছে। ডায়াবেটিস তো সারিয়ে তুলছেই। ম্যাজিকের মতো বার্ধক্যকের গতিও ২০ বছর পিছিয়ে দিচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন এই ওষুধ খেয়ে ৭০ বছরের এক রোগী ৫০ বছরের এক ব্যক্তির মতো ঝরঝরে স্বাস্থ্য ফিরে পাবেন। এমনকী এই মিরাকল ওষুধ অ্যালজাইমার্স রোগও সারিয়ে তুলতে সমান পারদর্শী।

বছর খানেক ধরেই এই ওষুধ নিয়ে গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। প্রাণীর উপর প্রয়োগ করাও হয়েছে। তাতেই ওষুধটির এই ‘ক্ষমতা’-র প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

America Food and Drug Administration drug metformin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE