Advertisement
০৮ মে ২০২৪
anger

Effects of anger: মাঝে মধ্যেই রেগে যাচ্ছেন? পাল্লা দিয়ে বাড়ছে আপনার ওজন

এমনটা হতেই পারে, আপনার ওজন বৃদ্ধির কারণ এই রাগ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪১
Share: Save:

আপনার ওজন বাড়ছে? অথচ কারণ খুঁজে পাচ্ছেন না? আপনার কি মাঝে মধ্যেই প্রচণ্ড রাগ হয়? তা হলে এমনটাও হতে পারে, আপনার ওজন বৃদ্ধির কারণ এই রাগ।

রাগলে ওজন বাড়ে। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও, আসলে এর পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। তেমনই বলছে হালের গবেষণা।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের কয়েক জন গবেষক শরীরের উপর রাগের প্রভাব নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন। দেখা গিয়েছে, যাঁরা খুব বেশি মাত্রায় রাগেন, তাঁদের ওজন বৃদ্ধির একটি কারণ হতে পারে এই রাগ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন রাগলে ওজন বাড়ে?

গবেষকরা বলেছেন, এর কারণ লুকিয়ে রয়েছে ছোটবেলার নানা অভ্যাসের মধ্যে। অনেকেই ছোটবেলায় যখন রেগে যায় বা কান্নাকাটি করে, তাদের মা বা বাড়ির অন্য কেউ মন ভাল করতে কিছু খাইয়ে দেন। সেই থেকেই মনখারাপ বা রাগের সঙ্গে খিদের সম্পর্ক তৈরি হয়ে যায়। বড় হওয়ার পরেও তাই রেগে গেলে খিদে বাড়তে থাকে।

গবেষকদের মতে, রাগের পরে যে খিদে পায়, সেখানে সবচেয়ে বেশি মাত্রায় ইচ্ছা করে কার্বোহাইড্রেট জাতীয় কিছু খেতে। অন্য পুষ্টিকর খাবার খেলে সেই খিদে মেটে না। আর এই কার্বোহাইড্রেটই ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anger Mental State Weight Gain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE