Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Lifestyle News

বেড়াল পুষুন, মন ভাল থাকবে

প্রতি দিনের হাজার কাজে জেরবার আধুনিক ব্যস্ত জীবন। একঘেয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আমাদের মনও। অতিরিক্ত চাপে অবসাদগ্রস্থ হয়ে পড়েন অনেকে। হয়তো আমাদের অজান্তেই মানসিক রোগ বাসা বাঁধতে থাকে মনের গভীরে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫৯
Share: Save:

প্রতি দিনের হাজার কাজে জেরবার আধুনিক ব্যস্ত জীবন। একঘেয়ে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আমাদের মনও। অতিরিক্ত চাপে অবসাদগ্রস্থ হয়ে পড়েন অনেকে। হয়তো আমাদের অজান্তেই মানসিক রোগ বাসা বাঁধতে থাকে মনের গভীরে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার সমাধান করতে পারে পোষ্যরা! মন ভাল করার জাদুকাঠিও রয়েছে তাদের হাতে! সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর এক গবেষকদল জানাচ্ছে, মন ভাল রাখতে পোষ্যদের জুড়ি মেলা ভার। তবে সব পোষ্যদের মধ্যে অন্যতম বেড়াল।

ইউসিএল-এর বিশেষজ্ঞদের দাবি, ছোট থেকেই যে সমস্ত বাচ্চারা বেড়ালের সংস্পর্শে বড় হয় তাদের মধ্যে মানসিক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কমে। ১৯৯১ এবং ১৯৯২-তে জন্মানো পাঁচ হাজার শিশুর উপর তাদের ১৮ বছর বয়স পর্যন্ত গবেষণা চালিয়েছিলেন ইউসিএল-এর বিজ্ঞানীরা। দেখা গিয়েছে, ওই শিশুদের মায়েরা গর্ভবতী থাকাকালীন বা শিশুর জন্ম হওয়ার পর সেই বাড়িতে বেড়াল পোষ্য হিসাবে থাকলে শিশুর মনের উপর তার সু-প্রভাব পড়ে।

কিছু দিন আগে একটি গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছিলেন, টোক্সোপ্লাজমা গণ্ডি নামের এক ধরনের পরজীবির প্রধান বাহক বেড়াল। যা অনেক সময় স্কিৎজোফ্রেনিয়ার মতো মানসিক রোগের সমস্যা বাড়ায়। তবে নতুন গবেষণায় সেই সম্ভাবনা উড়িয়ে ফের ইউসিএল-এর জেমস কির্কব্রাইডের দাবি, ‘‘বেড়াল পোষ্য রাখলেই মালিকের মধ্যে মানসিক সমস্যার প্রবণতা বৃদ্ধি পাবে এমনটা নয়। তবে বেড়ালের রোগগুলি সম্বন্ধে সব সময়ই সতর্ক থাকতে হবে আমাদের।’’

আরও পড়ুন: শিশুদের শ্বাসকষ্টের অন্যতম কারণ পরিশুদ্ধ জল, বলছেন বিজ্ঞানীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE