Advertisement
০৪ মে ২০২৪
Uber

App Cab Fare: ৪৫ কিলোমিটার যেতে অ্যাপ ক্যাব হাঁকল ৩০০০ টাকা! কী করলেন যাত্রী

৪৫ কিলোমিটার রাস্তা। এই পথ যাওয়ার জন্য ভাড়া গুনতে হল ৩০০০ টাকা। অভিযোগ গেল ক্যাব-সংস্থায়।

অ্যাপ ক্যাবের বেলাগাম ভাড়ার কারণে যাত্রী দুর্ভোগের ঘটনা এই প্রথম নয়।

অ্যাপ ক্যাবের বেলাগাম ভাড়ার কারণে যাত্রী দুর্ভোগের ঘটনা এই প্রথম নয়। ছবি- প্রতীকী

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১৩:৪২
Share: Save:

নয়ডার বাসিন্দা দেব। দিল্লির বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল থেকে নয়ডা এক্সপ্রেসওয়ে যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব ভাড়া করেছিলেন। যাত্রা শুরুর স্থান থেকে গন্তব্যের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। খুব বেশি হলে যেতে সময় লাগার কথা ৪০-৪৫ মিনিট। অথচ এই সামান্য দূরত্বে পৌঁছতে ওই ব্যক্তিকে ভাড়া গুনতে হল ৩০০০ টাকা। অ্যাপ ক্যাবের বেলাগাম ভাড়ার কারণে যাত্রী দুর্ভোগের ঘটনা এই প্রথম নয়। ভূরি ভূরি উদাহরণ রয়েছে এর।

 অ্যাপ ক্যাব সংস্থা জানিয়েছে, এই ঘটনা একেবারে কাম্য নয়।

অ্যাপ ক্যাব সংস্থা জানিয়েছে, এই ঘটনা একেবারে কাম্য নয়। ছবি- প্রতীকী

যানজট, খারাপ আবহাওয়া বা বিশেষ উৎসবের দিনে গাড়ির চাহিদা বেশি থাকলে ভাড়া বাড়িয়ে দেয় অ্যাপ ক্যাব সংস্থা। এ ক্ষেত্রে তেমন কিছু ছিল না। অকারণে এই বিপুল পরিমাণ ভাড়া নিয়ে অভিযোগ জানিয়ে অ্যাপ ক্যাব সংস্থাকে একটি মেল করেন তিনি। অবশ্য প্রথমে তাতে কোনও কাজ হয়নি। পর পর বেশ কয়েকটি মেল করার পরে উত্তর আসে। অ্যাপ ক্যাব সংস্থা জানিয়েছে, এই ঘটনা একেবারে কাম্য নয়। কেন এমন হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uber CAB App Cab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE