Advertisement
০৭ মে ২০২৪

ডিব্রুগড়ে ধৃত আলফা জঙ্গি

অসমে জঙ্গিহানার বড় ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী। স্বাধীনতা দিবসে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষছে আলফা জঙ্গিরা— এমনই খবরের জেরে তল্লাশি শুরু করে ডিব্রুগড় থেকে এক আলফা লিঙ্কম্যানকে গ্রেফতার করা হল। উদ্ধার করা হল একটি শক্তিশালী আইইডি।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০৩:১৬
Share: Save:

অসমে জঙ্গিহানার বড় ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী। স্বাধীনতা দিবসে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষছে আলফা জঙ্গিরা— এমনই খবরের জেরে তল্লাশি শুরু করে ডিব্রুগড় থেকে এক আলফা লিঙ্কম্যানকে গ্রেফতার করা হল। উদ্ধার করা হল একটি শক্তিশালী আইইডি।

পুলিশ জানায়, আলফার কয়েক জন সদস্য বিস্ফোরক নিয়ে উজানি অসমে ঢুকেছে বলে খবর পেয়ে পুলিশ ও সিআরপি যৌথ অভিযানে নামে। গত কাল রাতে কামারচুক গ্রাম থেকে লক্ষ্যজিৎ গগৈ নামে এক আলফা সদস্যকে গ্রেফতার করা হয়। তার কাছে মেলে ৩ কিলোগ্রাম ওজনের একটি আইইডি। তাকে জেরা করে জানা যায়, প্রদীপ গগৈ নামে এক আলফা সদস্য তাঁকে নাহরকটিয়া শহরের বাজারে বোমাটি রাখার নির্দেশ দিয়েছিল। সে আরও জানায়, আরও দু’টি আইইডি মরাণহাট ও সোনারি শহরে রাখার কথা। আইইডি দু’টির দায়িত্বে রয়েছে শঙ্কর গোঁহাই ও নীরব শইকিয়া।

রাতেই অভিযানে নামে শিবসাগর পুলিশ। আজ ভোরে সোনারি থেকে শঙ্কর, নীরব ও হরেন রাজকোঁয়র নামে তিন আলফা লিঙ্কম্যানকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় আরও একটি আইইডি। দিনভর তল্লাশির পরে পুলিশ ডিব্রুগড়ের টিংখং থেকে আরও একটি বোমা ও তিনসুকিয়া স্টেশনের কাছ থেকে একটি আইইডি উদ্ধার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dibrugarh Alpha terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE