Advertisement
১৭ মে ২০২৪
Bangladesh Cricket

Bangladesh vs West Indies: টেস্ট, টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশের আশা এখন শুধু এক দিনের ক্রিকেট

বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে পরিসংখ্যান। শেষ ছ’টি এক দিনের সিরিজের মধ্যে পাঁচটিতেই জিতেছে তারা।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৫:৫৬
Share: Save:

চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। টেস্ট সিরিজে হেরেছে ২-০ ব্যবধানে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার ২-০ ব্যবধানে। একটি ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি। এ বার দুই দল নামবে এক দিনের সিরিজ খেলতে।

বাংলাদেশ দল আশাবাদী, এক দিনের সিরিজে ভাল ফল করবে তারা। অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘‘আমরা ৫০ ওভারের ক্রিকেট খেলতে বেশি স্বচ্ছন্দ। ওয়েস্ট ইন্ডিজ যদিও খুব ভাল খেলছে। আমাদের টেস্ট এবং টি-টোয়েন্টিতে হারিয়ে দিয়েছে। আশা করছি এক দিনের সিরিজে আমরা নিজেদের সেরাটা দিতে পারব।’’ এই সিরিজে বাংলাদেশ পাবে না শাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে।

বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে পরিসংখ্যান। শেষ ছ’টি এক দিনের সিরিজের মধ্যে পাঁচটিতেই জিতেছে তারা। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ পাঁচটি সিরিজের মধ্যে মাত্র একটিতে জিতেছে। সেই সিরিজ জয় ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বাংলাদেশ শেষ সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই কারণে সিরিজের বাকি ম্যাচে হারলেও এক দিনের ক্রিকেটে বাংলাদেশ ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

রবিবার থেকে শুরু হচ্ছে এক দিনের সিরিজ। প্রথম ম্যাচ গুয়েনায়। ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ম্যাচ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Cricket West Indies ODI Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE