Advertisement
১৭ মে ২০২৪
ICC World Cup 2023

পরের বছর ভারতে এক দিনের বিশ্বকাপে কি দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে? বাভুমাদের নিয়ে বাড়ছে উদ্বেগ

বিশ্বকাপ সুপার লিগে খুব ভাল জায়গায় নেই দক্ষিণ আফ্রিকা। বাকি চারটি ম্যাচে জিতলেও সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন হয়তো করতে পারবে না তারা।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে দক্ষিণ আফ্রিকা?

বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে দক্ষিণ আফ্রিকা? ছবি পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৭:২৭
Share: Save:

দেশের মাটিতে জাঁকজমকপূর্ণ টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে গিয়ে নিজেদের পায়ে নিজেই কুড়ুল মেরেছে দক্ষিণ আফ্রিকা। যে ভাবে তারা খেলছে, তাতে আগামী বছর ভারতে এক দিনের ক্রিকেট বিশ্বকাপে টেম্বা বাভুমাদের খেলতে দেখা যাবে কিনা, সেটা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন।

বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য এ বার নতুন ফরম্যাট চালু করেছে আইসিসি। বিশ্বকাপ সুপার লিগ নামে নতুন প্রতিযোগিতার আয়োজন করেছে তারা। এই প্রতিযোগিতায় প্রতিটি দেশ তিন ম্যাচের আটটি সিরিজ খেলবে। প্রতিটি ম্যাচ জিতলে ১০ পয়েন্ট পাবে বিজয়ী দল। টাই, পরিত্যক্ত হলে দুই দল পাবে পাঁচ পয়েন্ট করে। পয়েন্ট তালিকায় থাকা প্রথম আটটি দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। বাকি দু’টি দলকে যোগ্যতা অর্জন করতে হবে।

বিশ্বকাপ সুপার লিগে খেলছে ১৩টি দেশ। অবিশ্বাস্য হলেও সত্যি, এক সময় ক্রিকেটের মহাশক্তিধর দেশ দক্ষিণ আফ্রিকা সেই তালিকায় রয়েছে ১১ নম্বরে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের পর ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯। আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় বাতিল হয়েছে। ফলে ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলার পর জানুয়ারির শেষ দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলবে তারা।

যদি চারটি ম্যাচই তারা জেতে, তা হলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৯৯। সপ্তম স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট ১০০। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ়ের রয়েছে ৮৮ পয়েন্ট। ফলে ক্যারিবিয়ানদের টপকে আট নম্বর স্থানে শেষ করতে পারে দক্ষিণ আফ্রিকা। সেখানেও রয়েছে বাধা। নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের পয়েন্ট ৬৮, খেলেছে ২১টি ম্যাচ। দশম স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৬২, খেলেছে ১৮টি ম্যাচ। ফলে এই দুই দলের কেউ যদি বাকি ম্যাচগুলিতে ভাল খেলে দেয়, তা হলে বাকি চারটি ম্যাচ জিতলেও সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারবে না দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া সিরিজ়‌ বাতিল না হলে, তাদের কাছে সুযোগ থাকত অনায়াসে যোগ্যতা অর্জন করার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE