Advertisement
০১ মে ২০২৪
Jasprit Bumrah

বিশ্বকাপে ফর্মে বুমরা, নিউ জ়িল্যান্ড ম্যাচে ভাঙলেন কপিল দেবের নজির

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কপিল দেবের নজির ভেঙেছেন যশপ্রীত বুমরা। বিশ্বকাপে উইকেটের তালিকায় ভারতীয় বোলারদের মধ্যে পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি।

jasprit bumrah

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১২:৫৬
Share: Save:

বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন যশপ্রীত বুমরা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কপিল দেবের নজির ভেঙেছেন তিনি। বিশ্বকাপে উইকেটের তালিকায় ভারতীয় বোলারদের মধ্যে পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি।

নিউ জ়িল্যান্ড ম্যাচের আগে বিশ্বকাপে ২৮টি উইকেট ছিল বুমরার। বিশ্বকাপে কপিলেরও উইকেট ২৮টি। নিউ জ়িল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাপম্যানকে আউট করে কপিলকে টপকে গিয়েছেন বুমরা। এখন তাঁর উইকেটের সংখ্যা ২৯টি। তবে অনেক কম ম্যাচে কপিলের নজির ভেঙেছেন বুমরা। ২৮টি উইকেট নিতে ২৬টি ম্যাচ লেগেছিল কপিলের। মাত্র ১৪টি ম্যাচ খেলেই সেই নজির ভেঙেছেন বুমরা।

বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে উইকেটের তালিকায় শীর্ষে জাহির খান ও জভগল শ্রীনাথ। ২৩টি ম্যাচে ৪৪টি উইকেট নিয়েছেন জাহির। শ্রীনাথও ৪৪টি উইকেট নিয়েছেন। তবে তার জন্য ৩৪টি ম্যাচ লেগেছে শ্রীনাথের। দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি। মাত্র ১২টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় স্থানে অনিল কুম্বলে। ১৮টি ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন কুম্বলে। তার পরেই রয়েছেন বুমরা।

চলতি বিশ্বকাপে উইকেটের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরা। ভারতের হয়ে পাঁচটি ম্যাচই খেলেছেন তিনি। নিয়েছেন ১১টি উইকেট। শীর্ষে রয়েছেন নিউ জ়িল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। পাঁচ ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ১২টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE